IQNA

পবিত্র কাবা ঘরের পর্দায় সৌদি রাজার নাম!

19:23 - February 07, 2016
6
সংবাদ: 2600241
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কাবা ঘরের পর্দায় সৌদি আরবের রাজার নাম লেখার কারণে বিশ্বের মুসলমানেরা সামাজিক নেটওয়ার্কে ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন।
পবিত্র কাবা ঘরের পর্দায় সৌদি রাজার নাম!

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরব কর্তৃপক্ষের এ পদক্ষেপে সামাজিক নেটওয়ার্কগুলো বিশেষ করে টুইটার ব্যবহারকারীরা বিস্ময় প্রকাশ করে লিখেছেন: অলে সৌদি শুধুমাত্র পবিত্র মক্কা শরিফের দরজাই নিজেদের নাম লেখেনি, বরং পবিত্র কাবা ঘরের পর্দায়ও তাদের নাম লিখেছে; এটা কি কাবা ঘরের অবমাননা নয়?

সৌদি আরবের সংবাদপত্র আল-কাবাসলিখেছে: পবিত্র কাবা ঘরের পর্দার একাংশে সোনা ও রুপার সুতা দিয়ে সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের নাম লেখা রয়েছে। এ বিষয়টি প্রকাশ হওয়ার পর সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা তীব্র নিন্দা জানিয়েছে।

এছাড়াও কাবা ঘরের পর্দা নির্মাণের ব্যাপারে রাশিয়ার আল ইয়াউমওয়েবসাইট রিপোর্ট করেছে: পবিত্র মক্কা নগরীর উম্মুল জুদপর্দা নির্মাণ কর্মশালায় সৌদি আরবের দুই শতের অধিক বিশেষজ্ঞ ও দক্ষ কর্মী নির্ভুলভাবে কাবা ঘরের পর্দা বুনেছেন।

মালিক আবদুল আজিজের হুকুমতকালে ১৩৪৬ (হিজরি) সালে কাবা ঘরের পর্দা নির্মাণের বিশেষ কারখানায় পর্দা নির্মাণের নির্দেশ দেওয়া হয়। এ কারখানায় কাবা ঘরের পর্দা নির্মাণের (বুনানো, সেলাই ও ...) সকল কাজ সম্পাদন করা হয়। কালো কাপড়ের উপর সোনা ও রুপা দিয়ে সম্পূর্ণ রূপে হাতে বুনানো ও সেলাইয়ের কাজ সম্পাদন করা হয়।

২ টন ওজনের কাবা ঘরের পর্দা নির্মাণের জন্য ২ কোটি সৌদি রিয়াল (৩৫ লাখ ডলার) ব্যয় হয়েছে। কাবা ঘরের ১৪ মিটার উচ্চতা বিশিষ্ট পর্দার নীচে ৯৫ সেন্টিমিটার চওড়া বিশিষ্ট ঝুলন্ত পার রয়েছে, যা ১৬টি বর্গক্ষেত্র টুকরা দিয়ে নির্মাণ করা হয়েছে। পর্দার পারে সোনালী রঙ্গের, পবিত্র কুরআনের আয়াত এবং «یا حی و یا قیوم»، «یا رحمن و یا رحیم» «الحمدالله رب‌العامین» লেখা রয়েছে।

iqna




প্রকাশিত: 6
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
.
Shelim Shah Alam
0
0
আন্তর্জাতিক ডেস্ক-এর যাবতীয় তথ্যে নিজেকে সমৃদ্ধ করতে পারি বলে কৃতজ্ঞতা জানাই এবং 'ইকনা'র সকল কার্যক্রমের সাথে একাত্মবোধ করি!
ধন্যবাদ!
অ্যাডমিন আসসালামু আলাইকু
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
mgvrlrpw
0
0
20
Tori
0
0
At last, soeomne who knows where to find the beef
doscmjlc
0
0
20
Laquisha
0
0
I don't even know what to say, this made things so much eaersi!
captcha