IQNA

পবিত্র কুরআনের কোন আয়াতে আরবি সকল বর্ণমালা রয়েছে?

14:05 - February 23, 2016
2
সংবাদ: 2600330
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আল-আজহারের আলেম ‘মুহাম্মাদ ওয়াহদান’ স্যাটেলাইট চ্যানেলের একটি অনুষ্ঠানে পবিত্র কুরআনের এমন এক আয়াত উল্লেখ করেছেন যাতে আরবির সকল বর্ণমালা রয়েছে।
পবিত্র কুরআনের কোন আয়াতে আরবি সকল বর্ণমালা রয়েছে?পবিত্র কুরআনের কোন আয়াতে আরবি সকল বর্ণমালা রয়েছে?

বার্তা সংস্থা ইকনা: মিশরের আল-আজহারের আলেম ও ইসলামী মুবাল্লিগ মুহাম্মাদ ওয়াহদানস্যাটেলাইট চ্যানেলের একটি অনুষ্ঠানে পবিত্র কুরআনের বিস্ময়কর ও রহস্য সম্পর্কে বলেন: সুরা ফাতহের ২৯ নম্বর আয়তে আরবি ভাষার সকল বর্ণমালা উল্লেখ হয়েছে।

তিনি সুরা ফাতহের ২৯ নম্বর আয়তে তেলাওয়াত করে -

«مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

মুহাম্মদ আল্লাহর রসূল এবং তাঁর সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেজদারত দেখবেন। তাদের মুখমণ্ডলে রয়েছে সেজদার চিহ্ন । তওরাতে তাদের অবস্থা এরূপ এবং ইঞ্জিলে তাদের অবস্থা যেমন একটি চারা গাছ যা থেকে নির্গত হয় কিশলয়, অতঃপর তা শক্ত ও মজবুত হয় এবং কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে-চাষিকে আনন্দে অভিভূত করে-যাতে আল্লাহ তাদের দ্বারা কাফেরদের অন্তরজ্বালা সৃষ্টি করেন। তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা দিয়েছেন।

- বলেন: আরবি ভাষার সকল অক্ষর এই আয়েতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আলেম মুহাম্মাদ ওয়াহদানমিশরের স্যাটেলাইট চ্যানেল আল আসিমামিনহাজুল হায়াতনামক এক প্রোগ্রামে বলেন: পবিত্র কুরআনে অনেক বিস্ময় ও রহস্য লুকিয়ে রয়েছে। এছাড়াও তিনি সূরা ইউসুফের প্রতি ইঙ্গিত করে বলেন: এ সুরায় ১১১টি আয়াত থাকা সত্ত্বেও ‘الجنة’ (বেহেস্ত) ও ‘النار’ (জাহান্নাম) শব্দ উল্লেখ নেই।

তিনি বলেন: সূরা বাকারায় হাজারটি কর্মের নিষেধ ও হাজারটি কর্মের আদেশ এবং হাজারটি সংবাদ দেওয়া হয়েছে। এছাড়াও পবিত্র কুরআনে এমন (সূরা তাওহীদ) সূরা রয়েছে যা তিনি বার পাঠ করলে কুরআন খতমের সওয়াব পাওয়া সম্ভব।

মুহাম্মাদ ওয়াহদান বলেন: পবিত্র কুরআনের বিস্ময় ও রহস্য কখনোই শেষ হবে না এবং কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।

iqna

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
tsfrscpt
0
0
20
jpqhdchb
0
0
20
captcha