IQNA

ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের জন্য দোয়া করার সর্বোত্তম সময়সমূহ

21:57 - April 28, 2016
2
সংবাদ: 2600683
মাহদাভিয়াত বিভাগ: প্রতিদিন ১২ ঘন্টা প্রতিটি ঘন্টাকে একজন ইমামের নামে নির্ধারণ করা হয়েছে। এ্ং ঐ নির্ধারিত সময়ে নির্ধারিত ইমামের জন্য বিশেষ দোয়াও রয়েছে। বড় বড় আলেমগণ প্রতিদিনের আমল সম্পর্কে যে গ্রন্থ রচনা করেছেন সেই সকল গ্রন্থে ইমামদের জন্য দোয়া রিখেছেন এবং দিনের শেষ ঘন্টাকে ইমাম মাহদীর(আ.) জন্য নির্ধারণ করেছেন।



ইমাম মাহদীর জন্য নির্ধারিত ঘন্টায় যে দোয়াটি বর্নিথ হয়েচে তাহ হল: و این دعا را برای آن ساعت ذکر کرده اند: «يا مَنْ تَوَحَّدَ بِنَفْسِهِ عَنْ خَلْقِهِ يا مَنْ غَنِىَ عَنْ خَلْقِهِ بِصُنْعِهِ يا مَنْ عَرَّفَ نَفْسَهُ خَلْقَهُ بِلُطْفِهِ يا مَنْ سَلَكَ بِاَهْلِ طاعَتِهِ مَرْضاتَهُ يا مَنْ اَعانَ اَهْلَ مَحَبَّتِهِ عَلى شُكْرِهِمْ يا مَنْ مَنَّ عَلَيْهِمْ بِدينِهِ وَ لَطُفَ لَهُمْ بِنآئِلِهِ اَسْئَلُكَ بِحَقِّ الْخَلَفِ الصّالِحِ عَلَيْهِ السَّلامُ عَلَيْكَ وَ اَتَضَرَّعُ اِلَيْكَ بِهِ وَ اُقَدِّمُهُ بَيْنَ يَدَىْ حَوآئِجى اَنْ تُصَلِّىَ عَلى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ اَنْ تَفْعَلَ بى كَذا وَ كَذا اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ اُولِى الاَْمْرِ الَّذينَ اَمَرْتَ بِطاعَتِهِمْ وَ اُولِى الاَْرْحامِ الَّذينَ اَمَرْتَ بِصِلَتِهِمْ وَ ذَوِى الْقُرْبَى الَّذينَ اَمَرْتَ بِمَودَّتِهِمْ وَ الْمَوالىِ الَّذينَ اَمَرْتَ بِعِرْفانِ حَقِّهِمْ وَ اَهْلِ الْبَيْتِ الَّذينَ اَذْهَبْتَ عَنْهُمُ الرِّجْسَ وَ طَهَّرْتَهُمْ تَطْهيراً اَنْ تُصَلِّىَ عَلى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ اَنْ تَفْعَلَ بى كَذا وَ كَذا؛

এই দোয়ার সারসংক্ষেপ হচ্ছে:  হে আল্লাহ আপনি সকল কিছুর মালিক আর আপনার নির্দেশেই সকল কিছু পরিচালিত হয়। হে আল্লাহ! মুহম্মাদ ও আলে মুহাম্মাদের উপর দরুদ পাঠ করুন। হে আল্লাহ! আপনি নবীল আহলে বাইতকে সর্বার উপরে স্থান দিয়েছেন তাদেরকে করেছেন পাক ও পবিত্র এবং তাদের আনুগত্য, ভালবাসা ও সম্মান প্রর্দশনকে আমাদের জন্য ফরজ করেছেন।

সাইয়্যেদ ইবনে তাউস বৃহস্পতিবারে আহলে বাইতের উপর দরুদ পাঠ করা সম্পর্কে লিখেছেন: «اللهم صل علی محمد و آل محمد  و عجل فرجهم و اهلک عدوهم من الجن و الانس من الاولین و الاخرین»  ১০০ বার এই দোয়াটি পাঠ করলে অনেক সওয়াব পাওয়া যায়।

আরও বর্নিত হয়েছে বৃহস্পতিবারে আমাদের আমলসশূহ রাসূল(সা.) ও তার পবিত্র আহেল বাইতের কাছে উপস্থাপন হয়। তারা আমাদের ভাল আমল দেখলে খুশি হন আর খারাপ আমল দেখলে অখুশি হন। অনুরূপভাবে তারাও আমাদের জন্য এই দিনে অনেক দোয়া করেন।

বৃহস্পতিবার রাত্রে ইমাম মাহদীর জন্য অধিক দোয়া করতে বলা হয়েছে। কেননা এই রাত্রে সকল মু’মিনদের জন্য দোয়া করা মুস্তাহাব। আর ইমাম মাহদী(আ.) হচ্ছেন সকল মু’মিনদের সর্দার।

শুক্রবার ইমাম মাহদীর(আ.) দিন হিসাবে পরিচিত। এই দিনেই ইমাম মাহদীর(আ.) আবির্ভাব ঘঠবে। এই দিনি তার জন্ম হয়েছে, এই দিনে তিনি ইমামত পেয়েছেন, এই দিনে তিনি শত্রুদের উপর বিজয়ী হবেন। এই দিনে মহান আল্লাহ আমাদের কাছ থেকে ইমামদের আনুগত্য করার শপথ নিয়েছেন।

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Kaden
0
0
David KendrickDear DaveyYou crack my shit up. I have just found your blog and you tube videos. I find myself reading or watching them alot. You are amazing funny, encouraging, smart and so cute. I always wanted to cute but something happened in the birth canal. I look forward to your blog. Beat wishes and peace you from Hattiesburg, MS. Email me if you are ever in the area. I am massage thraspist/phaemrciat/pastor. I will be glad to work on you my treat.David Kendrick
lkcpjepb
0
0
20
captcha