IQNA

দমননীতির শিকার;

৩ বাহরাইনি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

15:08 - January 15, 2017
সংবাদ: 2602369
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের শান্তিপূর্ণ গণবিপ্লবে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতায় ৩ যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করছে দেশটির স্বৈরাচারী সরকার।

আল-মানারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আজ (রোববার, ১৫ জানুয়ারি) সকালে ঐ ৩ যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে স্বৈরাচারী সরকারের সৈন্যরা। এ ঘটনায় বিক্ষোভে ফুঁসছে সারা বাহরাইন।

হতভাগ্য ঐ ৩ যুবক হচ্ছেন; সামি আল-মুশাইমা, আলী আস-সানকাইস, আব্বাস আল-সামী। তাদেরকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়েছে।

ঐ যুবকদের বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগ এনে এ রায় দেয় আদালত।

প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে, ঐ যুবকদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর না করে তাদের লাশ আল-মাহুয কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। অতঃপর তাদের পরিবারের সদস্যদেরকে ঐ স্থানে যেতে বলা হয়।

গতরাতে ও আজ সকালে বাহরাইনের বিভিন্ন অঞ্চলে এ মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ মিছিল করলেও সরকার সাধারণ জনগণের দাবী তোয়াক্কা না করে মৃত্যুদণ্ড কার্যকর করে।#3562825



captcha