IQNA

কুয়েতে 'আব্দুল বাসেতে'র তিলাওয়াত

18:21 - January 15, 2017
সংবাদ: 2602374
আন্তর্জাতিক ডেস্ক: ১৯৬৬ সালে কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য মিশরের বিখ্যাত ক্বারি 'আব্দুল বাসেত' কুয়েতে সফর করেছিলেন।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি সামাজিক নেটওয়ার্ক টেলিগ্রামে কুয়েত সফরে আব্দুল বাসেতের কুরআন তিলাওয়াতের অডিও ফাইল প্রকাশিত হয়েছে।

উক্ত কুরআন মাহফিলে পবিত্র কুরআনের সূরা কামারের ৪৯ থেকে ৫৫ আয়াত, সূরা আল-রাহমানের ১ থেকে ২৭ আয়াত, সূরা শামস এবং সূরা তীন তিলাওয়াত করেছেন।

বিশ্ব বিখ্যাত ক্বারি আব্দুল বাসেত ১৯৬৬ সালে কুয়েতের আল-সুক মসজিদে ২৬ মিনিটে ধরে তিলাওয়াতটি করে। তিলাওয়াতটি ইকনার দর্শনার্থীদের জন্য পরিবেশন করা হল:

iqna


captcha