IQNA

অনুসারীদের জন্য ইমাম মাহদীর (আ.) দোয়া

0:05 - January 16, 2017
সংবাদ: 2602376
আমরা মু’মিনের দু:খ-কষ্টে দুঃখিত হয়ে থাকি। মু’মিনরা যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, তখন আমরা তাদের দোয়া কবুল হওয়ার জন্য আমীন বলে থাকি। আমিরুল মু’মিনিন আলী (আ.) এক হাদীসে এ কথা বলেছেন।
অনুসারীদের জন্য ইমাম মাহদীর (আ.) দোয়া

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সাইয়েদ আজাল ইবনে আলী ইবনে তাউস বলেন: আমি একদিন ফজরের নামাযের পূর্বে সামেরাতে ইমাম মাহদীর (আ.) অদৃশ্য হওয়ার স্থানে ইবাদতে মশগুল ছিলাম। এমন সময় শুনতে পেলাম যে, আমার থেকে একটু অদূরে ইমাম মাহদীও (আ.) মুনাজাতে মশগুল রয়েছেন; তিনি তার দোয়াতে মৃত ও জীবিত ব্যক্তিদের জন্য আল্লাহর নিকট রহমত ও মাগফেরাত কামনা করছিলেন। তার দোয়ার সবটুকু আমি শুনতে না পেলেও কিছু অংশ শুনতে পাচ্ছিলাম। তিনি দোয়াতে তার অনুসারীদের জন্য এভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করছিলেন,

« وأبقهم - أو قال- وأحیهم فی عزنا و ملکنا و سلطاننا و دولتنا؛

অর্থাৎ হে আল্লাহ! তুমি তাদেরকে (আমার অনুসারীদেরকে) আমার হুকুমত ও ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার দিন পর্যন্ত জীবিত ও সুস্থ রাখ।

ইমাম রেজা (আ.) তার এক সাহাবীকে উদ্দেশ্য করে বলেছেন যে, তুমি কি জান না আমাদের অনুসারীদের আমলনামা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আমাদের সম্মুখে উপস্থাপন করা হয়। উক্ত আমলনামাতে যাদের ভাল কর্ম লিপিবদ্ধ থাকে তাদের জন্য আল্লাহর দরবারে উত্তম পুরুষকার কামনা করি এবং যাদের আমলনামাতে মন্দ কর্মের উল্লেখ থাকে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি।

সূত্র: মিকইয়ালুল মাকারেম গ্রন্থ

captcha