IQNA

ভারতে ‘মুজিজা’ শীর্ষক কুরআন প্রদর্শণী

16:14 - January 16, 2017
সংবাদ: 2602378
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: ইসলাম ও কুরআন সম্পর্কে জনসাধারণের প্রশ্নের উত্তর দানের উদ্দেশ্যে ভারতের কর্ণাটক প্রদেশের ম্যাঙ্গালোর শহরে ‘মুজিযা’ শিরোনামে বিশেষ কুরআন প্রদর্শণীর আয়োজিত হয়েছে।

Times of India এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ প্রদর্শণী ইসলামের প্রকৃত অর্থ জনসাধারণের নিকট পৌঁছানোর উদ্দেশ্যে ৫ দিন ব্যাপী ম্যাঙ্গালোর শহরে অনুষ্ঠিত হয়েছে।

প্রদর্শনীর অবকাশে কুরআন দৃষ্টিকোণ থেকে ভ্রূণতত্ত্ব, হিউম্যান এনাটোমি, এলকোহলের ভয়ংকর প্রভাব এবং সন্ত্রাসবাদ ইত্যাদি বিষয়ে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রদর্শনী আয়োজনকারী পরিষদের সদস্য মুহাম্মাদ হানিফ উপিনাঙ্গাদি বলেন: ইসলাম ধর্ম আমাদেরকে সন্ধি ও শান্তির শিক্ষা দেয় এবং পবিত্র কুরআনে স্পষ্ট ভাষায় মানুষ হত্যা ও হত্যাযজ্ঞকে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন: কুরআনের দৃষ্টিতে, যে কোন মানুষ হত্যা করে সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো।

তিনি কুরআনের শিক্ষার প্রতি ইঙ্গিত করে বলেন: যারা ইসলাম ধর্মকে সন্ত্রাসবাদ ও দায়েশের সাথে সম্পৃক্ত করে, তারা ভুলের মাঝে রয়েছে এবং ঐ দলটির কার্যক্রম ধর্ম বিরোধী।

উল্লেখ্য, ৫ দিন ব্যাপী আয়োজিত এ প্রদর্শনী গত ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এতে প্রতিদিন গড়ে বিভিন্ন ধর্মের প্রায় ৫ হাজার অনুসারী পরিদর্শন করেছে।#3563233


captcha