IQNA

ফ্লোরিডা বিমান বন্দরে মোহাম্মদ আলীর ছেলেকে জিজ্ঞাসাবাদ

16:48 - February 25, 2017
সংবাদ: 2602603
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর মুসলমান ছেলে মোহাম্মদ আলী জুনিয়রকে ফ্লোরিডার ফোর্ট লাওডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমান বন্দরে দুই ঘণ্টা আটক রাখা হয়েছিল। এ সময়ে তার ধর্মবিশ্বাস নিয়ে দুই দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ফ্লোরিডা বিমান বন্দরে মোহাম্মদ আলীর ছেলেকে জিজ্ঞাসাবাদ

বার্তা সংস্থা ইকনা: জ্যামাইকা থেকে মাকে নিয়ে ফেরার পথে চলতি মাসের ৭ তারিখে এ ঘটনা ঘটেছে। ৭ মুসলমান দেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মাত্র চার দিন পরই এ ঘটনা ঘটে। আটক হলে মোহাম্মদ আলীর প্রথম স্ত্রী খালিলা ইমিগ্রেশন কর্মকর্তাদেরকে সাবেক স্বামীর সঙ্গে তোলা ছবি দেখান। এতে জিজ্ঞাসাবাদের হাত থেকে বেঁচে যান খালিলা। কিন্তু দুর্ভাগ্যক্রমে বাবার সঙ্গে তোলা কোনো ছবি মোহাম্মদ আলী জুনিয়রের কাছে ছিল না।

৪৪ বছর বয়সী মোহাম্মদ আলী জুনিয়রের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এবং তিনি মার্কিন পাসপোর্টধারী। তাকে হেনেস্তার ঘটনায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন সাবেক ফেডারেল আইনজীবী এবং মোহাম্মদ আলীর পারিবারিক বন্ধু ক্রিস মানচিনি। তিনি বলেন, ট্রাম্প যে দাবি করছেন, মুসলমানদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয় নি তার কতোটা সত্য জানি না।

এ ঘটনাকে কেন্দ্র করে মার্কিন অর্থ এবং হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে আলী জুনিয়র মামলা করার কথা ভাবছেন বলেও জানান তিনি।

মোহাম্মদ আলী গত ৩ জুনে ইন্তেকাল করেন এবং তার বিপুল বিত্ত-বৈভবের কিছু অংশ পেয়েছেন মোহাম্মদ আলী জুনিয়র।

iqna





captcha