IQNA

উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে বাগদাদের বিজয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন

23:05 - February 26, 2017
সংবাদ: 2602611
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের আকস্মিকভাবে ইরাক সফর করেছেন। বাগদাদের সঙ্গে যখন রিয়াদের সম্পর্কের মারাত্মক টানাপড়েন চলছে তখন তিনি এ সফরে গেলেন। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এই প্রথম সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কোনো মন্ত্রী ইরাক সফর করলেন।


বার্তা সংস্থা ইকনা: ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় জুবায়ের উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে বাগদাদের বিজয়ে অভিনন্দন জানান। এছাড়া, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরাকের প্রতি সৌদি আরব সমর্থন জানাবে বলেও তিনি উল্লেখ করেছেন। তবে এ সফর সম্পর্কে বিস্তারিক কিছু বলা হয় নি। এছাড়া, কেন হঠাৎ করে তিনি এ সফর করলেন তাও পরিষ্কার নয়।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারির সঙ্গেও সাক্ষাৎ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। জাফারিকে সৌদি আরবের একজন কট্টর সমালোচক বলে মনে করা হয়। কয়েক দফায় তিনি সৌদি আরবের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে সৌদি আরবের অনাকাঙ্ক্ষিত হস্তেক্ষেপ গ্রহণযোগ্য নয়।
এদিকে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরাকি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় আদেল আল-জুবায়ের তার দেশের পক্ষ থেকে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার কথা বলেছেন।
১৯৯০ সালে সাদ্দাম সরকার কুয়েত দখল করার পর সৌদি আরব ইরাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং ২৫ বছর পর ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দেয়। কিন্তু নানা অভিযোগের পর রিয়াদ তাকে প্রত্যাহার করে। একজন চার্জ দ্যা অ্যাফেয়ার্স বর্তমানে সৌদি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
iqna

captcha