IQNA

আমেরিকার শিক্ষার্থীদের ক্যামেরায় পরিচিত হচ্ছে হিজাব

23:53 - February 26, 2017
সংবাদ: 2602616
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকান বাসিন্দা 'নুর ঈসা'র হিজাবের করণে তার বন্ধুরা তাকে ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে। এমনকি সহপাঠীদের ফিল্ম নির্মাণ প্রকল্পের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এই হিজাবী ছাত্রী।
আমেরিকান শিক্ষার্থীদের ক্যামেরায় পরিচিত হচ্ছে হিজাব
বার্তা সংস্থা ইকনা: জার্জিয়া রাজ্যের 'ডাল্টন' শহরের একটি স্কুলের মুসলিম শিক্ষার্থী 'নুর ঈসা' ভালোভাবে জানতেন হিজাব পরার মাধ্যমে তাকে নতুন পথ অতিক্রম করতে হবে।

ঈসা বলেন: হিজাব আমার পছন্দ। আপনারা যখন এই কাজ শুরু করবেন, তখন এই পথেই নিজেকে পরিচালিত করবেন। বিনয় এবং শালীনতা চিহ্ন হিজাব। এটি ইসলাম ধর্মের পছন্দনীয় একটি বিষয়।

'নুর ঈসা'র হিজাবের করণে তার বন্ধুরা তাকে ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে। এমনকি সহপাঠীদের ফিল্ম নির্মাণ প্রকল্পের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তিনি।

এই ফিল্মটি 'মুক্ত অঞ্চল' শিরোনামে নির্মাণ করা হয়েছে এবং পরবর্তীতে 'পিবিএস' চ্যানেলে "নতুন আমেরিকান" শিরোনামের এক প্রামাণ্যচিত্রে নির্বাচিত হয়েছে। প্রামাণ্যচিত্রটি কিশোর-কিশোরীদের দৃষ্টিতে অভিবাসী, পরিচয় এবং সামাজিক বিষয়ে নির্মাণ করা হয়েছে।

'মুক্ত অঞ্চল' ফিল্মটি নুর ঈসা এবং তার পরিবারের সহযোগিতায় নির্মিত হয়েছে। এই ফিল্মটি শিক্ষক এবং শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এর ফলে মুসলমানদের প্রকৃত জীবন সম্পর্কে আলোচনা করার সুযোগ হয়েছে।

নুর ঈসা বলেন: জাতীয় পর্যায়ে এই ফিল্ম প্রচার হওয়ার কারণে "একজন মুসলিম হতে পেরে আমি গর্বিত" বিষয়টি সকলের কাছে বলা সম্ভব হয়েছে এবং এর মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে অমুসলিমদের ভ্রান্তি ধারণা কিছুটা হলেও দূর হয়েছে।

iqna



captcha