IQNA

অস্কার ২০১৭ অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত

16:58 - February 27, 2017
সংবাদ: 2602617
আন্তর্জাতিক ডেস্ক: 'হোয়াইট হ্যাট' সিনেমার পরিচালক অস্কারের মঞ্চে উঠে বলেছেন, "আমি পবিত্র কুরআনের এমন একটি আয়াত তিলাওয়াত করতে চাচ্ছি যেখানে বলা হয়েছে, কেউ যদি একজন ব্যক্তি হত্যা করে, তাহলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল"।
অস্কার ২০১৭ অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত

বার্তা সংস্থা ইকনা: রাজনৈতিক বিশ্বের অস্কার পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি অপরিচিত নয়। প্রায় ৪০ বছর পূর্ব থেকে এই অনুষ্ঠান প্রচলিত রয়েছে। আজ সকালে হলিউডের ডলবি থিয়েটারে ৮৯তম অস্কার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

'হোয়াইট হ্যাট' সিনেমার পরিচালক 'অরল্যান্ডো ভ্যান আইনজিল্ড' স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের সেরা পুরস্কার লাভ করেছেন। তিনি পবিত্র কুরআনের সূরা মায়েদার ২৩ নম্বর আয়াতের একাংশ "কেউ কোন ব্যক্তিকে কোন হত্যার প্রতিশোধ গ্রহণ অথবা দেশে অরাজকতা সৃষ্টির কারণ ব্যতিরেকে হত্যা করলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল।" পাঠ করে তার 'হোয়াইট হ্যাট' চলচ্চিত্রটি সিরিয়াবাসীর মুক্তির জন্য নির্মাণ করা হয়েছে বলে জানান।

আয়াত হচ্ছে:

«...أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا...

কেউ কোন ব্যক্তিকে কোন হত্যার প্রতিশোধ গ্রহণ অথবা দেশে অরাজকতা সৃষ্টির কারণ ব্যতিরেকে হত্যা করলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল।

iqna


captcha