IQNA

কাশ্মীরে মন্দির নির্মাণে মুসলমানদের সাহায্য

17:30 - February 27, 2017
সংবাদ: 2602618
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের উত্তরাঞ্চলীয় 'বানডীপুর' এলাকার মুসলমানেরা স্বদেশী হিন্দু অধিবাসীদের ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রায় ত্রিশ বছরের পুরাতন একটি মন্দির পুনর্নির্মাণ করেছে।
কাশ্মীরে মন্দির নির্মাণে মুসলমানদের সাহায্য
বার্তা সংস্থা ইকনা: এই মন্দিরটি দীর্ঘ ২৭ বছর পর মুসলমানদের সাহায্যে পুনরায় চালু করা হয়েছে।
মন্দিরটি চালু করার পর মুসলমানেরা হিন্দুদের এই এলাকায় ফিরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের পাশে জীবন যাপনের জন্য আহ্বান জানিয়েছেন।
১৯৯০ সালে হিন্দুরা দেশ ত্যাগ করার পর মন্দিরটি বন্ধ ছিল।
হিন্দুদের মধ্যে নিজেদের বার্তা প্রদানের জন্য শতাধিক স্থানীয় ব্যক্তি একত্রিত হয়ে ঐ মন্দির পরিষ্কার করে পুনর্নির্মাণ করেছেন এবং কাশ্মীরের সম্প্রীতি ও শান্তি জন্য দোয়া করেন।
মুসলমানেরা বলেছে: কাশ্মীর, কাশ্মীরের হিন্দুদের ছাড়া কাশ্মীর নয়। আমার হিন্দুদের স্বগৃহে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
এছাড়াও মুসলমানেরা র‌্যালী প্রদর্শনের মাধ্যমে আসন্ন মাহা ঐশী ভারতী উৎসব অনুষ্ঠান একসাথে পালন করবে বলে জানিয়েছে।
iqna

কাশ্মীরে মন্দির নির্মাণে মুসলমানদের সাহায্য
কাশ্মীরে মন্দির নির্মাণে মুসলমানদের সাহায্য
কাশ্মীরে মন্দির নির্মাণে মুসলমানদের সাহায্য
কাশ্মীরে মন্দির নির্মাণে মুসলমানদের সাহায্য
captcha