IQNA

ইমাম মুসা কাজিমের(আ.) দৃষ্টিতে মাহদাভিয়াত

4:40 - April 27, 2017
1
সংবাদ: 2602969
ইমাম কাজিম(আ.) বলেছেন, যখন আমার পঞ্চম সন্তান মাহদী অন্তর্ধানে থাকবে তখন তোমাদের দ্বীণকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে। কেউ যেন তোমাদের দ্বীনের ক্ষীত না করতে পারে এবং তোমাদেরকে বিদিন করে না দেয়। আমার এই সন্তান দীর্ঘ অন্তর্ধানে থাকবে।
ইমাম মুসা কাজিমের(আ.) দৃষ্টিতে মাহদাভিয়াত
বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদী(আ.)-এর অন্তর্ধান সম্পর্কে মহানবী হযরত মুহাম্মাদ(সা.) থেকে ইমাম হাসান আসকারী(আ.) পর্যন্ত সকলেই সংবাদ দিয়ে গেছেন এবং ঐ সময়ে আমাদের কি কর্তব্য তাও বাতলে দিয়েছেন।

ইমাম কাজিম(আ.) বলেছেন: পবিত্র কুরআনে বর্নিত হয়েছে, «یُحْیِی الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا » মহান আল্লাহ যমনিকে মৃত্যুর পর আবাও জীভন্ত করবেন। এর অর্থ হচ্ছে ইমাম মাহদীর ন্যায়পরায়ন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে জুলুমে পরিপূর্ণ হয়ে মৃত বিশ্ব আবার জীবন্ত হবে।

ইমাম মুসা কাযিম(আ.) বলেন: «وَلَنَبْلُوَنَّكُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِینَ » মহান আল্লাহ মানুষকে নানা ভাবে পরীক্ষা করে থাকেন এবং এর মাধ্যমে তারা প্রকৃত ঈমানদার কি না তা বুঝতে পারেন। আর আমার সন্তান মাহদীর অন্তর্দানে থাকাটাও মানুষের জন্য একটি বড় পরীক্ষা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই প্রকৃত মু’মিন।

সূরা ইউসুফে আল্লাহ বলেন, (( یَا بَنِیَّ اذْهَبُواْ فَتَحَسَّسُواْ مِن یُوسُفَ وَأَخِیهِ وَلاَ تَیْأَسُواْ مِن رَّوْحِ اللّهِ إِنَّهُ لاَ یَیْأَسُ مِن رَّوْحِ اللّهِ إِلاَّ الْقَوْمُ الْكَافِرُونَ ))(6) তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না। তোমরা ইউসুফের দেখা পাবে। অনুরূপভাবে ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদের দায়িত্ব হচ্ছে নিরাশ না হয়ে সর্বদা ইমাম মাহদীর প্রতীক্ষায় থাকা এবং তার আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করা। সূত্র: shabestan
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
exqlirek
0
0
20
captcha