IQNA

গাম্বিয়ায় পবিত্র কুরআনের ৪০ হাজার পাণ্ডুলিপি বিতরণ

1:51 - April 29, 2017
1
সংবাদ: 2602978
আন্তর্জাতিক ডেস্ক: গাম্বিয়া সাংস্কৃতিক ঐতিহ্য ইসলামী সংরক্ষণ অর্গানাইজেশন সেদেশের বিভিন্ন সংস্থা এবং ধর্মীয় পণ্ডিতদের মাঝে পবিত্র কুরআনের ৪০ হাজার পাণ্ডুলিপি বিতরণ করেছে।
গাম্বিয়ায় পবিত্র কুরআনের ৪০ হাজার পাণ্ডুলিপি বিতরণ
বার্তা সংস্থা ইকনা: এই প্রকল্পে কাতারের তাবায়ান সংস্থার লাখ লাখ কুরআন বিতরণ প্রকল্পের অন্তর্গত।
এ ব্যাপারে গাম্বিয়া সাংস্কৃতিক ঐতিহ্য ইসলামী সংরক্ষণ অর্গানাইজেশন বলেছে, পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিগুলো গাম্বিয়ার সমাজে ধর্মীয় জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
পবিত্র কুরআন ছাড়াও এই অর্গানাইজেশন অতি শীঘ্রই গাম্বিয়ার বিভিন্ন শহরে মসজিদ নির্মাণ এবং দরিদ্র পরিবারের জন্য সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য, আফ্রিকার পশ্চিমে অবস্থিত গাম্বিয়া প্রজাতন্ত্রের প্রায় ৯০ শতাংশ জনগণ মুসলমান এবং বাকী ১০ শতাংশ জনগণ খ্রিস্টান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং আফ্রিকান প্রথাগত ধর্মাবলম্বী।
iqna



প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Deliverance
0
0
Yov;28#17&ue made some respectable things presently there. My spouse and i looked on the internet for your concern and located nearly all individuals goes along with along with your website.
captcha