IQNA

ইমাম মাহদীর সাহায্যকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পন্থা

15:12 - June 26, 2017
সংবাদ: 2603333
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন, যারা ইমাম মাহদীর সৈন্য হতে চায় তাদেরকে প্রতীক্ষিত অবস্থায় পরহেজগার ও মুত্তাকী হতে হবে।
ইমাম মাহদীর সাহায্যকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পন্থা
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) হলেন একটি পবিত্র স্বত্বা যারা তার অনুসারী হবে তাদেরকে অবশ্যই পাক পবিত্র হতে হবে। নচেৎ তারা কখনোই ইমাম মাহদীর অনুসারী বা সাহায্যকারী হতে পারবে না।
ইমাম মাহদী(আ.) বলেন: শুধুমাত্র হে ইমাম! আপনি তাড়াতাড়ি আসুন বললেই চলবে না। বরং তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কেননা সেদিন একদল নামধারী অনুসারী আমার দাদা ইমাম হুসাইনকে ডেকে কারবালায় শহীদ করেছিল।
সুতরাং ইমাম মাহদীকে সঠিকভাবে চিনতে হবে। আর তাকে সঠিকভাবে চেনার অর্থ হচ্ছে তিনি আমাদের মাওলা তার মাধ্যমে সকল অন্যায় অত্যাচার দূর হবে। আর যারা ইমাম মাহদীকে সঠিকভাবে চিনেছে তারা সর্বদা ইমামকে হাজির নাজির মনে করে এবং কখনোই গোনাহ করে না।
ইমাম মাহদী(আ.) সর্বদা আমাদের চিন্তায় থাকেন এবং আমাদের গোনাহ মাফ হওয়ার জন্য ক্রন্দন করেন।
ইমাম মাহদী(আ.) বলেছেন: তোমরা যদি হারাম পরিত্যাগ কর এবং ওয়াজিব পালন কর তাহলে তোমরা আমাকে পাবে।
ট্যাগ্সসমূহ: ইকনা ، ইমাম ، মাহদী ، হুসাইন
captcha