IQNA

ক্যালিফোর্নিয়ায় পবিত্র কুরআনের অবমাননা

22:14 - June 26, 2017
সংবাদ: 2603337
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম বিদ্বেষীরা ক্যালিফোর্নিয়ার "স্ক্যারামেন্ট এলাকার ইসলামিক সেন্টারের সামনে পবিত্র কুরআন শরিফের অগ্নিদগ্ধ ও ছেড়া পাণ্ডুলিপি রেখে এই ঐশী গ্রন্থের অবমাননা করেছে।
ক্যালিফোর্নিয়ায় পবিত্র কুরআনের অবমাননা
বার্তা সংস্থা ইকনা: স্ক্যারামেন্ট শাখার আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল জানিয়েছে, এই ব্যাপারে পুলিশ পর্যবেক্ষণ শুরু করেছে। ইসলাম বিদ্বেষীরা ডেভিস ইসলামিক সেন্টার ও আল নুর ইসলামিক সেন্টারে এ ঘটনা ঘটিয়েছে।
২৩শে জুন শুক্রবার মুসলমানেরা ডেভিস ইসলামিক সেন্টারে এশার নামাজ আদায় করছিলো। ঠিক সেই সময় অজ্ঞাত পরিচয়ের এক ইসলাম বিদ্বেষী এক ব্যক্তি গাড়িতে করে পবিত্র কুরআনের ছেড়া পৃষ্ঠা ইসলামিক সেন্টারের সামনে ফেলে রেখে পালিয়ে যায়।
গত সপ্তাহে অপর এক ইসলাম বিদ্বেষী ডেভিস ইসলাম সেন্টার ও মসজিদের ভবনের ক্ষতি করতে চেয়েছিল। এই অভিযোগে তাকের পাঁচ বছর পুলিশী নজরদারীতে রাখা হবে।
ডেভিস ইসলামিক সেন্টারে ইসলাম বিদ্বেষীমূলক এই কাজের ২৪ ঘণ্টা অতিবাহিত না হওয়ার সাথে সাথে অপর এক ইসলাম বিদ্বেষী পবিত্র কুরআনের পৃষ্ঠায় শুকরের মাংস মিশিয়ে আল নুর ইসলাম সেন্টারের গেটে ঝুলিয়ে পালিয়ে যায়।
স্ক্যারামেন্ট থানার কর্মকর্তা 'টনি ট্রাম্বুল' বলেন: ইসলাম ধর্মের প্রতি হিংসা থাকার ফলে এই দুটি ইসলামিক সেন্টারে দুর্বৃত্তরা এধরণের জঘন্য কাজ করেছে এবং এটিকে ইসলাম বিদ্বেষী কাজ হিসেবে গণ্য করা হচ্ছে।
iqna



captcha