IQNA

নামায ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ

18:46 - August 14, 2017
সংবাদ: 2603636
হাদীসে বর্ণিত হয়েছে যে, নামায হচ্ছে ধর্মের স্তম্ভ স্বরূপ। যদি কেউ নামাযের প্রতি অবহেলা ও অনিহা প্রদর্শন করে, তবে সে ধর্মের বিধানাবলীর প্রতিও অবহেলা করবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: নামায ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম। প্রতিদিন এক মু’মিন ও ধর্মপ্রাণ বান্দা নামাযের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের সুযোগ পায়। নামায একদিকে মানুষকে আত্মিক প্রশান্তি দান করে অপরদিকে শয়তানের প্রতারণা থেকেও রক্ষা করে।  

নিয়মিত ও সময়মত নামায আদায়ের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ এবং যুবকদের বিচ্যুতির মরণ ছোবল থেকে রক্ষা করা সম্ভব। কেননা নামায মানুষকে ধর্ম ও ঈমানের পথে উদ্বুদ্ধ করে।

সমাজের নামায সংস্কৃতির প্রচার ও প্রসারে সকল ধর্মপ্রাণ মুসলমানের আন্তরিক প্রচেষ্টা চালান ঈমানি দায়িত্ব।

পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন আজ যুবসমাজের ঈমান ও আকিদাকে টার্গেট করেছে। যুবসমাজকে তারা কুরুচিপূর্ণ ও কলুষিত সংস্কৃতির চর্চার দিকে উস্কে দিচ্ছে। এমতাবস্থায় যুবকদের মাঝে ঈমানি চেতনাকে জাগ্রতকরণ এবং নামাযের প্রতি তাদেরকে আকৃষ্ট করা আমাদের নৈতিক দায়িত্ব।

নামায সংস্কৃতির বিস্তার সাধনের মাধ্যমে যুবসমাজের ঈমান ও আকিদা সুদৃঢ় করা সম্ভব এবং এটা ইসলামের শত্রুদের সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখে।

ট্যাগ্সসমূহ: ইকনা ، নামায ، ইসলাম ، ধর্ম
captcha