IQNA

ফিলিস্তিন বংশোদ্ভূত ‘ইসলামি আন্দোলনের’ প্রধানকে গ্রেপ্তার করেছে ইসরাইলি পুলিশ

22:06 - August 17, 2017
সংবাদ: 2603641
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন বংশোদ্ভূত ইসরাইলের একজন ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রাদ সালাহ নামে ওই ধর্মীয় নেতা ‘ইসলামি আন্দোলন’ ইসরাইলের উত্তরাঞ্চলীয় শাখার প্রধান।
ফিলিস্তিন বংশোদ্ভূত ‘ইসলামি আন্দোলনের’ প্রধানকে গ্রেপ্তার করেছে ইসরাইলি পুলিশ
বার্তা সংস্থা ইকনা: মঙ্গলবার ভোরে ইসরাইলের উত্তরাঞ্চলীয় ‘উম আল-ফাহম শহরে সালাহ’র নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইসরাইল পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত মাসে জেরুজালেমর পবিত্র আল আকসা মসজিদে সংঘটিত সহিংসতা উসকে দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ইসরাইলি গণমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ বাড়িটিতে হানা দিয়ে সালাহকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

ইসরাইলি পুলিশের দাবি, ইসলামি আন্দোলনের ইসরাইলের উত্তরাঞ্চলীয় শাখার প্রধান সালাহ হচ্ছেন মূল উসকানিদাতা। সংগঠনটিকে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীকে সমর্থন, সন্ত্রাসবাদ ও সহিংসতায় উসকানি দেয়ার সন্দেহে সালাহকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মাসের ওই সহিংসতায় তিনি আসলেই জড়িত ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়।
iqna

captcha