IQNA

ইমাম মাহদীর সাহায্যকারীদের বিশেষ বৈশিষ্ট্য

23:31 - August 17, 2017
সংবাদ: 2603644
ইমাম মাহদীর সাহায্যকারীদেরকে উন্নত চিন্তা ও কার্যগত বৈশিষ্ট্যের অধিকারী, ব্যক্তিগত ও সামাজিক বৈশিষ্ট্যের অধিকারী এবং শারীরিক ও আত্মিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। সুতরাং যারা ইমাম মাহদীর সাহায্যকারী হতে চায় তাদেরকে প্রতীক্ষা করতে হবে এবং প্রতীক্ষার অবস্থায় পরহেজগার এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর প্রকৃত সাহায্যকারীদের মধ্যে এই ছয়টি গুণাবলি অবশ্যই থাকবে যথা: ১- একত্ববাদ বা এক আল্লাহর উপাসনা, ২-বিচক্ষণতা এবং দূরদর্শিতা, ৩-সাহসিকতা, ৪- ইমামের আনুগত্য, ৫- আত্মত্যাগ এবং ৬- সাদাসিধে ও সাধারণ জীবন-যাপন।

পবিত্র কুরআনের সূরা মায়িদার ৫৪ নং আয়াবে বলা হয়েছে:  يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا مَنْ يَرْتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ  "হে মুমিনরা, তোমাদের মধ্যে যে নিজ ধর্ম থেকে ফিরে যাবে,(সে আল্লাহর কোনো ক্ষতিই করতে পারবে না) অচিরে আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন, যাদেরকে তিনি ভালবাসবেন এবং তারা তাঁকে ভালবাসবে। তারা মুসলমানদের প্রতি বিনয়-নম্র হবে এবং কাফেরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জেহাদ করবে এবং কোন তিরস্কারকারীর তিরস্কারে ভীত হবে না। এটি আল্লাহর অনুগ্রহ-তিনি যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ প্রাচুর্য দানকারী, মহাজ্ঞানী।

ইমাম জাফর সাদিক(আ.) বলেন, ইমাম মাহদীকে দেখতে পাচ্ছি যে, তিনি মসজিদের কুফার মেম্বারে বসে আসেন এবং তার ৩১৩জন বিশেষ সাথী ইসলামের পতাকা নিয়ে বসে আছেন। মহান আল্লাহ তাদেরকে পৃথিবীর অধিপতি করবেন।

ইমাম মাহদীর বিশেষ সাথীদের শারীরিক বৈশিষ্ট্য হচ্ছে যথাক্রমে:

১- তারা যুবক হবেন: ইমাম মাহদী(আ.) যুবক অবস্থায় আবির্ভূত হবেন এবং তার সাথীরাও হবেন তরুণ ও যুবক।

২- ইমাম মাহদীর বিশেষ সাথীদের সংখ্যা সীমিত হবে: হাদিসে তাদের সংখ্যাকে ৩১৩ জন বলা হয়েছে। আর কিছু হাদিসে তাদের সংখ্যাকে ১০ হাজারও বলা হয়েছে।

৩- ইমাম বাকের(আ.) বলেছেন, ইমাম মাহদীর সাথীরা অতি বেশী শক্তিশালী হবেন। তারা একাই ৪০ জনকে ঘায়েল করতে পারবে। তাদের সাহস অনেক বেশী হবে। তারা চাইলে পাহাড় উল্টে ফেলতে পারবে। আর মহান আল্লাহ ইমাম মাহদীর নেতৃত্বে তাদেরকে পৃথিবীর অধিপতি করবেন।

৪- যোগ্য পরিচালক: ইমাম সাদিক(আ.) বলেছেন: তারা অনেক বেশী যোগ্যতা সম্পন্ন হবেন।

ইমাম সাদিক(আ.) আরও বলেছেন: যদি সবাই শেষ হয়ে যায় তারপরও মহান আল্লাহ ইমাম মাহদীর বিশেষ সাথীদেরকে তার কাছে পৌঁছে দিবেন। শাবিস্তান
captcha