IQNA

ইমাম মাহদীর সৈনিকদের অধিকাংশই যুবক হবে

23:37 - August 17, 2017
সংবাদ: 2603645
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, ইমাম মাহদীর সৈন্যদের মধ্যে অধিকাংশ সৈন্যই হবেন যুবক। যেমন চোখের সুরমার পরিমাণ অথবা খাদ্যের লবণের পরিমাণ।
ইমাম মাহদীর সৈনিকদের অধিকাংশই যুবক হবে
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মাওলা আলীর এই বানী থেকে স্পষ্ট বোঝা যায় যে, ইমাম মাহদীর সৈন্যদের অধিকাংশই হবে যুবক এবং অতি সামান্য সংখ্যক বৃদ্ধ তাতে থাকবে।

ইমাম জাফর সাদিক(আ.) মহানবী থেকে বর্ণনা করেছেন যে, بینا شبابُ الشیعة ِعلی ظُهور سُطُوحهِم نیامٌ اذاً توافوا الی صاحبِهِم فی لیلةٍ واحدة ٍعلی غیر میعاد فَیُصبحونَ بمکة»  শিয়া যুবকরা ছাদের উপর বিশ্রাম নিবে এমন সময় আসমানী আওয়াজ আসবে তোমরা ইমাম মাহদীর সাহায্যের জন্য এস, তখন সকাল বেলে তারা নিজেদেরকে মক্কায় ইমাম মাহদীর পাশে দেখতে পাবে।

অন্য একটি হাদিসে ইমাম মাহদীর যুবক সৈন্যদেরকে আঘার মাসের মেঘের মত ঘন মেঘ হিসাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তাদের সংখ্যা অনেক বেশী হবে।

পবিত্র কুরআনে বলা হয়েছে: «فَطالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَ کَثيرٌ مِنْهُمْ فاسِقُونَ؛ যারা মুমিন, তাদের জন্যে কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে, তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল। তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের অধিকাংশই পাপাচারী।

পবিত্র কুরআনে বার্ধক্যকে অন্তঃকরণ কঠিন হওয়ার একটি কারণ হিসাবে উল্লেখ করেছে। আর যুবকরা যেহেতু কম বয়সী সুতরাং তাদের অন্তঃকরণ অতি নরম। এজন্যই ইমাম মাহদীর সৈন্যরা বেশীরভাগ যুবক হবে।

মা নব জীবন মানুষের মহামূল্যবান সম্পদ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে যৌবন। যৌবনকাল অত্যন্ত মূল্যবান ও মর্যাদাপূর্ণ। ইসলামে যৌবনের গুরুত্ব অপরিসীম।

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন: যৌবন বয়সের ইবাদতকে ইসলামে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। একজন বৃদ্ধের ইবাদতের চেয়ে আল্লাহ বেশি খুশি হন যেসব তরুণ যৌবন বয়সে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে।

মহান আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে সুরা কাহাফে যুবকদের কাহিনী বর্ণনা করেছেন যারা সে সময় এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী ছিলেন। আল্লাহ তা’আলা বলেন-"যখন যুবকেরা পাহাড়ে আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে- হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের কাজ সঠিকভাবে পরিচালনা করুন। (কাহাফ-১০)

এই সুরার অপর একটি আয়াতে আল্লাহ তা’আলা বলেন: (হে রাসুল!) আপনার কাছে তাদের ইতিবৃত্তি সঠিকভাবে বর্ণনা করেছি। তারা ছিল কয়েকজন যুবক। তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। (কাহাফ-১৩)
captcha