IQNA

মরক্কোর পুলিশের কুরআন তিলাওয়াত + ভিডিও

23:56 - December 07, 2017
সংবাদ: 2604501
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর 'টমোর' শহরের পুলিশ অফিসার 'আল হাসান ফানুন' সম্প্রতি এক অনুষ্ঠান সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মরক্কোর পুলিশের কুরআন তিলাওয়াত + ভিডিও

 

বার্তা সংস্থা ইকনা: নভেম্বর মাসের শেষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পুলিশ অফিসার 'আল হাসান ফানুন' কুরআন তিলাওয়াত করেছেন।

পুলিশ অফিসার 'আল হাসান ফানুন' সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায় যে, তিনি অলে ইমরান সূরার ১৯০ ও ১৯১ নম্বর আয়াত তিলাওয়াত করেন।

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ

অনুবাদ: নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য (আল্লাহর ক্ষমতার) বহু নিদর্শন রয়েছে।

« الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

অর্থ: যারা দাঁড়িয়ে এবং বসে ও তাদের পার্শ্বদেশে (শায়িত অবস্থায়) আল্লাহকে স্মরণ করে এবং আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টির বিষয়ে চিন্তা করে; (ও বলে,) ওহে আমাদের প্রতিপালক! তুমি একে অযথা সৃষ্টি করনি, তুমি (অসার কর্ম হতে) মহাপবিত্র; সুতরাং আমাদের (জাহান্নামের) আগুনের শাস্তি হতে রক্ষা কর।  

iqna

captcha