IQNA

মার্কিন দূতাবাস ঘেরাওসহ দেশটির পণ্য বর্জনের ঘোষণা দেবে ইসলামী দলগুলো

19:28 - December 09, 2017
সংবাদ: 2604512
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রত্যাহার না করলে আগামী ১৩ ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস ঘেরাও এবং মার্কিন পণ্য বর্জনের ঘোষণা দেবে হেফাজত, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলন এবং ইসলামী ছাত্র মজলিশের শীর্ষ নেতারা। শনিবার তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এ কর্মসূচির কথা জানান।

মার্কিন দূতাবাস ঘেরাওসহ দেশটির পণ্য বর্জনের ঘোষণা দেবে ইসলামী দলগুলো

 
বার্তা সংস্থা ইকনা: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রত্যাহার না করলে আমরা বাংলাদেশে মার্কিন পণ্য বর্জনের ঘোষণাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করব। তিনি বলেন, জাতি সংঘের গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীয় এতে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় বিঘ্নিত হবে। ১৯৬৭ সালের যুদ্ধে দখলকৃত জেরুজালেমের ভূমিকে বেআইনিভাবে ইসরায়েলের ভূমি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছিল। ১৯৬৭ সালে ইসরায়েল যুদ্ধে দখল করেছে জেরুজালেম।

ইসলাম বাংলাদেশ’র ঢাকা মহানগর আহবায়ক নূর হোসেন কাসেমি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় আগামী ১৩ ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস ঘেরাও করে প্রতিবাদ জানাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার এ ঘোষণার কথা জানা তিনি। কাসেমি বলেন, যতদিন পর্যন্ত রাজধানীর (জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি) এই সিদ্ধান্ত পরিবর্তন না হবে, আমাদের সংগ্রাম চলবেই।

এদিকে, একই দাবিতে সড়ক বন্ধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্য আন্দোলন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের নেতারা এ কর্মসূচি সফল কারার জন্য সাঙগঠনিকভাবে কাজ করছেন বরে এ প্রতিবেদককে জানান।

ইসলামী ঐক্যজোটের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা শেখ লোকমান হোসাইন বলেন- ফ্রান্স- তুরস্ক, সৌদি আরবের মতো দেশগুলোর আহ্বানের তোয়াক্কা না করেই আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। আমাদের সময়

captcha