IQNA

আমি মুসলিমই থাকতে চাই, ভারতের সুপ্রিম কোর্টকে জানালেন হাদিয়া

23:06 - February 20, 2018
সংবাদ: 2605095
আন্তর্জাতিক ডেস্ক: 'আমি মুসলিম। মুসলিমই থাকতে চাই।' ভারতের সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানালেন কেরল 'লভ জিহাদ' মামলার প্রধান পাত্রী হাদিয়া।

 

বার্তা সংস্থা ইকনা: সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে হাদিয়া ওরফে আকিলা অশোকন জানিয়েছেন, তিনি শাফি জাহাঁর স্ত্রী হওয়ার জন্যই ইসলাম গ্রহণ করেছিলেন, এবং তিনি মুসলিমই থাকতে চান। এর আগে বারবার স্বামীর সঙ্গে থাকতে চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন হাদিয়া। কেরল 'লভ জিহাদ' মামলায় হাদিয়ার আর্জি খারিজ করে তাঁকে বাবার অভিভাবকত্বে থাকার নির্দেশ দিয়েছিল কেরল হাইকোর্ট। এর পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হাদিয়া। হাদিয়ার ধর্মান্তরণে আইএস-এর মদত রয়েছে কি না তা খতিয়ে দেখতে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট।

ঘটনার তদন্ত করে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট জমা দেয় এনআইএ। তারা জানায়, কেরলে মহিলাদের চরমপন্থী করে তুলতে ব্যপকভাবে কাজ করছে একটি চক্র। এখনো পর্যন্ত ৮৯টি এধরণের ঘটনা সেরাজ্যে মিলেছে বলে দাবি এনআইএ-র।-জিনিউজ

 

captcha