IQNA

‘যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী ঘৃণা অপরাধ বেড়েছে’

1:46 - April 25, 2018
সংবাদ: 2605603
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের বিরুদ্ধে ২০১৭ সালে ৩০০টি ‘হেট ক্রাইম' হয়েছে বলে জানিয়েছে দেশটির সবচেয়ে বড় মুসলিম সিভিল রাইটস ও অ্যাডভোকেসি সংগঠন। ২০১৬ সালে সংখ্যাটি ছিল ২৬০ – অর্থাৎ ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 



বার্তা সংস্থা ইকনা: এ নিয়ে পরপর দুই বছরের মতো মুসলমানদের বিরুদ্ধে হেট ক্রাইম বেড়েছে বলে জানিয়েছে ‘কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেসন্স' বা সিএআইআর। ২০১৬ সালে ২০১৫ সালের তুলনায় ৪৪ শতাংশ বেশি হেট ক্রাইম হয়েছিল।

অবশ্য এফবিআই-এর হিসেবে ২০১৬ সালে মুসলমানদের বিরুদ্ধে হেট ক্রাইমের সংখ্যা ছিল ৩০৭ – সিএআইআর এর হিসেবের চেয়ে সংখ্যাটি বেশি।

বর্তমান সরকারের নীতি ও মুসলমানদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষার ব্যবহার– এই দুটি ঘটনা হেট ক্রাইম বাড়ানোর জন্য অন্যতম দায়ী বলে মনে করছে সিএআইআর।

এদিকে, হেট ক্রাইম ছাড়াও মুসলমানদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। তাদের হিসেবে ২০১৭ সালে এমন ২,৫৯৯টি ঘটনা ঘটেছে যা ২০১৬ সালের তুলনায় ১৭ শতাংশ বেশি। এর মধ্যে এক-তৃতীয়াংশের সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত বলে অভিযোগ সিএআইআর-এর।

পক্ষপাতমূলক আচরণের মধ্যে আছে মুসলমানদের বিরুদ্ধে হয়রানি, চাকরির ক্ষেত্রে বৈষম্য ইত্যাদি। পক্ষপাতমূলক এমন ২,৫৯৯টি আচরণের মধ্যে সর্বোচ্চ ১৩ শতাংশ অভিযোগ এসেছে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে। এরপরেই আছে এফবিআই। এই গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ১০ শতাংশ অভিযোগ এসেছে।

সিএআইআর-এর জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলছেন, ‘মুসলমানদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে অনেকগুলো ছিল সহিংস। মার্কিন শিশু, তরুণ ও পরিবারের মধ্যে যারা মুসলমান তাদের বিরুদ্ধে এমন আচরণ হয়েছে।'

মুসলমান সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধেবর্তমান প্রশাসনের আচরণ সব মার্কিনির বিবেককে আঘাত করা উচিত বলে মনে করেন তিনি। ডয়চে ভেলে

 

captcha