IQNA

পবিত্র কুরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব

11:01 - April 26, 2018
সংবাদ: 2605605
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ জাওয়াদ আলী আকবারি বলেছেন যে, পবিত্র কুরআনের আদেশাবলী যথাযথভাবে মেনে চলার মাধ্যমে মানুষ পূর্ণতা লাভ করতে পারে এবং এ কুরআন আঁকড়ে ধরার মাধ্যমেই পরিত্রাণ পাওয়া সম্ভব।



শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিশিষ্ট ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ জাওয়াদ আলী আকবারি গতকাল এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: এ অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে মানুষ যদি সঠিক ও ন্যায়ের পথে চলতে চায়, তবে তাকে অবশ্যই পবিত্র কুরআনের মত শক্ত ও মজবুত খুঁটিকে আঁকড়ে ধরতে হবে, নতুবা তাকে অন্ধকার জগতে হারিয়ে যেতে হবে।

তিনি বলেন: আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে অতীত অনেক জাতিগোষ্ঠীর উদাহরণ তুলে ধরেছেন, যারা আল্লাহর নাফরমানি ও অবাধ্যতার কারণে ধ্বংসের শিকার হয়েছিল। তিনি আমাদেরকে ঐ সব জাতিদের পরিণতির কথা স্মরণ করিয়ে তা থেকে শিক্ষা গ্রহণের আদেশ দিয়েছেন; যাতে আমরাও তাদের ন্যায় শোচনীয় পরিণতির শিকার না হই।

তিনি পবিত্র কুরআনকে মানব জাতির হেদায়েত ও দিকনির্দেশনার কিতাব হিসেবে অভিহিত করে বলেন: আজকের পৃথিবীতে যত অশান্তি ও বিপদাপদ রয়েছে, সেগুলোর প্রধান কারণ হচ্ছে আজকের মানুষ পবিত্র কুরআন থেকে দূরে সরে গেছে। তাই যতদিন মানুষ পবিত্র কুরআনকে আঁকড়ে না ধরবে ততদিন তাদের পরিত্রাণ লাভের কোন সম্ভবণা নেই।

captcha