IQNA

ইমাম হুসাইন(আ.) সম্পর্কে ইমাম মাহদীর উপদেশ

0:48 - April 27, 2018
সংবাদ: 2605615
ইমাম হুসাইনের সাথীদের অনেকেই ইমাম মাহদীর যুগে ফিরে আসবেন এবং তারা ইমাম মাহদীকে সাহায্য করনে, অনুরূপভাবে যে সকল ফেরেশতারা ইমাম হুসাইনের সাহায্য করতে এসেছিলেন তারাও ইমাম মাহদীকে সাহায্য করবেন।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) হচ্ছেন ইমাম হুসাইনের বংশ থেকে তিনি ইমাম হুসাইনের নবম বংশ ধর। মহানবীও বলেছেন, ইমাম হুসাইনের বংশের একজন ব্যক্তি আবির্ভূত হয়ে দুনিয়াকে ন্যায়নীতি পরিপূর্ণ না করা পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না।

তিনি ইমাম হুসাইনের কাঁধে হাত রেখে মা ফাতিমাকে বলেন: হে আমার কন্যা এর মাধ্যমেই আমার উম্মত পরিচালিত হবে।

ইমাম হুসাইন(আ.) পবিত্র কুরআন ও নবীর সুন্নতকে রক্ষা করতে এবং জীবন্ত রাখার জন্য সকল ধরনের বিদয়াত ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ইমাম মাহদীও ঠিক একই কাজ করবেন।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: ইমাম মাহদী(আ.) দ্বীন ইসলামে যত ধরনের বিদয়াত প্রচলিত হয়েছে তা ধ্বংস করবেন এবং মহানবীর সকল সুন্নতকে বাস্তবায়ন করবেন।

ইমাম মাহদী(আ.) ইমাম হুসাইনের রক্তের বদলা গ্রহণ করবেন আর সে জন্যই তাকে মুন্তাকিম বলা হয়।

ইমাম মাহদী(আ.) ইমাম হুসাইনের মুসিবতের শোকে বলেন: হে আবা আব্দিল্লাহ! আমি আপনার যুগে না থাকার কারণে আপনাকে সাহায্য করতে পারি নি, কিন্তু সর্বদা আমি আপনার শোকে বিভোর থাকি এবং অশ্রুর পরিবর্তে আমার চোখ দিয়ে রক্ত ঝরে।

ইমাম মাহদী(আ.) তার একজন উকিল কাসিম বিন আলাকে একটি চিরকুট লিখে বলেন: আমাদের মাওলা ইমাম হুসাইনের জন্ম হচ্ছে ৩রা শাবান এই দিনে তোমরা রোজা রাখবে এবং এই দোয়াটি পড়বে: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِحَقِّ الْمَوْلُودِ فِي هَذَا الْيَوْمِ الْمَوْعُودِ ».

captcha