IQNA

তেহরানের জুমা নামাজের খতিব

ইরানের উন্নয়ন কখনোই থামবে না

16:51 - July 13, 2018
সংবাদ: 2606202
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতোরাবিফার্দ বলেছেন, ইরানের শক্তি ও সামর্থ্য ক্রমেই বাড়ছে এবং এ প্রক্রিয়া কখনোই থামবে না। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

 

বার্তা সংস্থা ইকনা: আবুতোরাবিফার্দ আরও বলেছেন- রাজনৈতিক, সামরিক, নিরাপত্তা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে ইরানের শক্তি ও সামর্থ্য এখন অন্যদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। বিপদে ধৈর্য ধরার মাধ্যমে ইরানি জাতি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে বলে তিনি জানান।

তেহরানের জুমা নামাজের খতিব বলেন, শত্রুরা ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। তবে ইরানের দক্ষ কর্মকর্তারা দেশকে প্রভাবশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের অর্থনীতির বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেছেন। 

মোহাম্মাদ হাসান আবুতোরাবিফার্দ বলেন, ইসলামি ইরান ঐশী শিক্ষার আলোকে পথচলা অব্যাহত রাখবে এবং প্রতিদিনই নতুন নতুন সাফল্য অর্জন করতে থাকবে।

iqna

 

captcha