IQNA

সৌদি আরবের সমালোচনা করে বই প্রকাশ

23:46 - July 13, 2018
সংবাদ: 2606208
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজপরিবারের সমালোচনা করে বই প্রকাশ করেছেনে সেদেশের প্রভাবশালী ধর্মীয় নেতা সাফার আল-হাওয়ালি।

পাকিস্তানে সমাবেশে আইএসের হামলা, নিহত বেড়ে ১২৮

বার্তা সংস্থা ইকনা: তিন হাজার পৃষ্ঠা বিশিষ্ট ‘মুসলিমস অ্যান্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন’ শিরোনামের বইটিতে মিডিল ইস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
বইটির লেখক সাফার আল-হাওয়ালি ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ডোনাল্ড ট্রাম্পের সফরকালে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর যে অপব্যয় করেছে, সেগুলো উল্লেখ করেছে।
লেখক বইটিতে দাবী করেন, সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জোট বেধে বড় ভুল করেছে। কারণ বিজ্ঞ নীতিবিদগণ এটাই বলেন যে, কোন মানুষ দুর্বল কারো সাথে জোট বাধে না; বরং যারা শক্তিশালী ও প্রগতিশীল তাদের সাথে জোট বাধে।
তিনি এই বইয়ে আরও উল্লেখ করেন, বিশ্লেষণ করলে এটা দেখা যায় যে, ভবিষ্যতে ইসলামের উন্নতি হবে এবং আমেরিকার দিনে দিনে দুর্বল হয়ে পরবে।
‘মুসলিমস অ্যান্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন’ বইয়ে তিনি গুরুত্বারোপ করে বলেছেন: যে কোটি কোটি ডলার ট্রাম্পকে দেওয়া হয়েছে, সেগুলো যদি মুসলমানদের সমস্যা সমাধানের জন্য ব্যয় করা হত তাহলে সেটা বেশি উপযোগী হত।
সামাজিক নেটওয়ার্ক বিশেষ করে টুইটারে এই বইটির কিছু অংশ প্রচার করা হয়েছে। টুইটার ব্যবহারকারীরা এই বইয়ের ব্যাপারে অনেক মতামত প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তিন হাজার পৃষ্ঠা বিশিষ্ট ‘মুসলিমস অ্যান্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন’ বইটি প্রাথমিক সংস্করণ এবং এর মূল সংস্করণটি এখনও প্রিন্ট হয়নি।
iqna

 

captcha