IQNA

জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

3:19 - July 15, 2018
সংবাদ: 2606219
৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দা বিমান বন্দরে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১। আজ শনিবার (১৪ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ফ্লাইটটি জেদ্দা পৌঁছে।

জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট


বার্তা সংস্থা ইকনা:জানা গেছে, বিভিন্ন দেশ থেকে আসা হজ ফ্লাইটের মধ্যে সর্বপ্রথম এসেছে বাংলাদেশের ফ্লাইট তথা বাংলাদেশি হাজিরা।

হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। এসময় আরও উপস্থিত ছিলেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন, হজ কাউন্সিলর মাকসুদুর রহমান, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলী ওসমান নূর, কনস্যুলেট কর্মকর্তাগণসহ সৌদিপদস্থ কর্মকর্তারা।

প্রথম ফ্লাইটে আসা হজযাত্রীদেরকে সৌদি সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে খেজুর, জায়নামাজ, ছাতা ও তসবিহ দেয়া হয়।

জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

প্রসঙ্গত, এবারের সৌদি হজ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল হজযাত্রীদের পাসপোর্টের পেছনের অংশে মক্কা ও মদিনায় হাজীদের হোটেলের ঠিকানা সম্বলিত স্টিকার বাধ্যতামূলক করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৫২৮টি এজেন্সির মাধ্যমে এবছর হজ করতে আসবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় আসবেন ৬ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় আসবেন ১ লাখ ২০ হাজার হজযাত্রী। আরটিভি

captcha