IQNA

মিশরের বিশিষ্ট ক্বারি আবু আল-ওযাফা আল-সাইদীর ইন্তেকাল

23:28 - November 19, 2018
সংবাদ: 2607281
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের বিশিষ্ট ক্বারি শেইখ মাহমুদ আবু আল-ওযাফা আল-সাইদী ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

বার্তা সংস্থা ইকনা: এবছর তিনি হজের অনুষ্ঠান শেষ করে মিশরে ফেরেন। মিশরের এই বিশিষ্ট ক্বারি আজ ১৯শে নভেম্বর পরলোক গমন করেন।
আগামীকাল আসরের নামাজের পর কায়রোর "সাইয়্যেদা যায়নব" মসজিদে জানাজার নামাজের পর তাদের দাফন করা হবে। মরহুমের কুলখানীর অনুষ্ঠান কায়রোর আল-মায়াদি এলাকায় তার নিজ গৃহে অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট ক্বারি শেইখ মাহমুদ আবু আল-ওযাফা আল-সাইদী ১৯৫৪ সালে মিশর আসওয়ান প্রদেশের "কালাহ আল-জাবাল" গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা উক্ত এলাকার একজন আলেম ও সম্মানীয় ব্যক্তি ছিলেন।
মিশরের এই ক্বারি ৪ বছর বয়েত তার মায়ের নিকটে কুরআন শেখেন। স্থানীয় মকতবখানের প্রশিক্ষণ শেষ করে তিনি কুরআন তিলাওয়াত এবং জ্ঞান অর্জন করার জন্য কায়রোর আল-আজহারের উদ্দেশ্যে রওনা হন।
কুরআন তিলাওয়াতের জন্য তিনি মিশর সহকারে ইসলামী বিশ্বের প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তিনি শক্তিশালী, সুন্দর এবং স্নেহময় ভয়েস জন্য সকলের নিকট অনেক প্রিয় ছিলেন।
iqna

 

 

captcha