IQNA

মিন্না আহলুল বাইত হওয়ার পন্থা বা উপায়

19:09 - November 20, 2018
সংবাদ: 2607282
হযরত সালমান ফার্সির (রা.) অতি উচ্চ মর্যাদা তুলে ধরতে গিয়ে রাসূল (সা.) বলেছিলেন, সালমান মিন্না আহলি বাইত । এর অর্থ সালমান আমাদের আহলে বাইতের (পবিত্র নবী বংশের) অংশ। রক্ত-সম্পর্কিত আত্মীয় না হওয়া সত্ত্বেও তিনিই একমাত্র সাহাবি যাকে রাসূল (সা.) নিজ পবিত্র পরিবারের সদস্য বলে অভিহিত করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিশ্বনবীর (সা.) ইন্তেকালের পর হযরত সালমান ফার্সি (রা.) সব সময় আমিরুল মু’মিনিন হযরত আলীর (আ.) অন্যতম প্রধান সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন ইসলামের গৌরবময় ইতিহাসে।

সালমান (আ.) মাদায়েন প্রদেশের গভর্নর নিযুক্ত হয়েছিলেন। এই প্রদেশ ছিল ইসলাম-পূর্ব যুগে প্রাচীন ইরানের সাসানীয় সাম্রাজ্যের রাজধানী।

আমাদেরকেও হযরত সালমান ফার্সির মত মহানবীর অতি নিকটের একজন সাথী হওয়ার জন্য অবশ্যই মহানবীর সকল আদর্শকে মেনে চলতে এবং তার পবিত্র আহলে বাইতকে ভালবাসতে হবে ও তাদের আনুগত্য করতে হবে।

শেষ জামানায় আমরা যেহেতু ইমাম মাহদীর অনুসারী সে কারণে ইমাম মাহদীর মনপুত এবং পছন্দনীয় ব্যক্তি হতে গেলে আমাদেরকে অবশ্যই সালমানের মত নিবেদিত প্রাণ ও ইসলামের সেবক হতে হবে।

সুতরাং যারা ইসলামকে ও আহলে বাইতে রক্ষা ও সমর্থন করার জন্য নিজেকে শত্রুর সামনে সাহসের সাথে দাড়াতে পারে তারাই কেবল আহলে বাইতের একজন হতে পারে।

captcha