IQNA

ইমাম হুসাইন (আ.)এর মাযারের পক্ষ থেকে

কারবালায় কৃষি নগর প্রতিষ্ঠিত করা হবে

23:37 - November 20, 2018
সংবাদ: 2607289
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হুসাইন (আ.)এর মাযারের কর্তৃপক্ষ কারবালার পশ্চিমাঞ্চলে একটি কৃষি নগর নির্মাণের খবর জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.)এর মাযারের কৃষি উন্নয়ন বিভাগ ঘোষণা করেছে: বাজারের মৌলিক চাহিদা পূরণ করার জন্য কারবালার পশ্চিমাঞ্চলীয় "আইন আত-তামার" এলাকায় "সাইয়্যেদুশ শোহাদা" নামে একটি কৃষি নগর নির্মাণ করা হবে।
ইমাম হুসাইন (আ.)এর মাযারের কৃষি উন্নয়ন বিভাগের উপদেষ্টা "কাহতান আওজ" বলেছেন: কৃষি নগর নির্মাণের প্রাথমিক কাজগুলো সেপ্টেম্বর মাসের শেষে দিকে সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে, ভূমি প্রস্তুতি, কূপ খনন এবং সেচের সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন: এ পর্যন্ত ১৪টি কূপ খনন করা হয়েছে এবং 90 হেক্টর জমিতে বীজ বপন করা হয়েছে।
কাহতান আওজ বলেন: নতুন এই প্রকল্পে গম চাষের জন্য ১৫০ হেক্টর জমি বরাদ্দ করা হয়েছে।
iqna

 

captcha