IQNA

গত বছর ফিলিস্তিনের ৫৭ শিশুকে শহীদ করেছে ইসরাইল

19:16 - January 19, 2019
সংবাদ: 2607756
আন্তর্জাতিক ডেস্ক: শিশুদের প্রতিরক্ষা বিষয়ক বিশ্ব আন্দোলন সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮ সালে দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলার ফলে ৫৭ ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: শিশুদের প্রতিরক্ষা বিষয়ক বিশ্ব আন্দোলনের ফিলিস্তিনি শাখা সেদেশের পত্রিকায় আজ এক বিবৃতিতে ঘোষণা করেছে, গত বছর অর্থাৎ ২০১৮ সালে দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলার ফলে ৫৭ ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। এরমধ্যে ২০১৪ সালে এক শিশুর উপর হামলা চালালে সে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং দীর্ঘ ৪ বছর চিকিৎসারত থাকা অবস্থা গত বছর মারা যায়।

এসকল শিশুদের মধ্যে ৪৫ জন গত বছরের মার্চ মাসে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণ করেছিল এবং এসকল বিক্ষোভে অংশগ্রহণের ফলে ইহুদিবাদী ইসরাইলি সেনারা তাদের উপর গুলিবর্ষণ করে। আর এর ফলে তারা শাহাদাত বরণ করে।

এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন প্রমাণের ভিত্তিতে বলা যেতে পারে যে, ইহুদিবাদী ইসরাইলি সেনারা বিক্ষোভ চলাকালীন সময়ে সরাসরি গুলি বর্ষণ করেছে এবং এটা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত। এ ব্যাপারে জাতিসংঘে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।

অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে হানাদার ইসরাইলি সেনাদের গুলির শিকার হয়ে আহত হয়েছে দুই হাজার ৮৯০ ফিলিস্তিনি শিশু।

একই প্রতিবেদনে বলা হয়েছে, বর্ণবাদী ইসরাইল ফিলিস্তিনিদের মানবাধিকার বিশেষ করে ফিলিস্তিনি শিশুদের অধিকার লঙ্ঘন জোরদার করে গত বছর গাজায় দু'টি স্কুলে বোমা বর্ষণ করে।

ফিলিস্তিনিদের ওপর বিশেষ করে ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞ জাতিগত শুদ্ধি অভিযান ও মানবতার বিরুদ্ধে অপরাধেরই জ্বলন্ত দৃষ্টান্ত। জাতিসংঘের অযোগ্যতা ও উদাসীনতা ইসরাইলি নৃশংসতা জোরদারে পরোক্ষভাবে উৎসাহ যোগাচ্ছে। জাতিগুলোর অধিকার রক্ষার নামে গড়ে-তোলা এই সংস্থাটি ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরাইলি অপরাধযজ্ঞ অব্যাহত থাকার কথা উল্লেখ করা সত্ত্বেও শিশু-ঘাতক সরকারগুলোর তালিকায় ইসরাইলের নাম তালিকাবদ্ধ করার সাহস পাচ্ছে না। বিশ্ব-সমাজ ও বিশ্বের মুসলমানরা আর কতকাল ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরাইলের পাশবিক আচরণ নীরব ও অসহায় দর্শকের মত তাকিয়ে দেখবে ও তা হজম করে যাবে? iqna

captcha