IQNA

ইরানের কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বাংলাদেশের ৪ জন প্রতিনিধি

23:22 - January 20, 2019
সংবাদ: 2607767
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাজধানী ঢাকাস্থ ইরানী কালচারাল অ্যাটাশে এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরানে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২০১৯ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করার জন্য এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। দুইটি স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদেরকে ইরানে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচন করা হয়েছে।
শীর্ষ স্থানে উত্তীর্ণরা হচ্ছেন: পুরুষদের মধ্যে ক্বিরাত বিভাগে ক্বারী আল ইমরান, পুরুষদের মধ্যে হেফজ বিভাগে হাফেজ মুহাম্মাদ আব্দুল্লাহ মাহমুদ, নারীদের মধ্যে হেফজ বিভাগে হাফেজাহ আয়েশা সিদ্দিকা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ক্বিরাত বিভাগে ক্বারি মাজহারুল ইসলাম। iqna

 

captcha