IQNA

কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

18:55 - March 19, 2019
সংবাদ: 2608158
আন্তর্জাতিক ডেস্ক: ৯ম এপ্রিল থেকে কুয়েত অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: কুয়েতের এন্ডোভমেন্টস অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ফাহাদ আল-শায়লাহ এক সংবাদ সম্মেলনে বলেছেন: ৯ম এপ্রিল থেকে দশম কুয়েত অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে।

তিনি বলেন: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান কুয়েতের এন্ডোভমেন্টস মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।

কুরআন তিলাওয়াতের সাথে ইসলামী ও আরব উম্মতকে পরিচয় করান, হাফেজদের অনুপ্রেরণা জোগানো এবং শ্রেষ্ঠ হাফেজদের পরিচয় করানো, কুরআন হেফজের ইতিবাচক প্রভাব বিস্তারের লক্ষ্যে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে নবম কুয়েত অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বছরের প্রতিযোগিতায় ৭৯টি দেশের ১৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। iqna

 

 

captcha