IQNA

ভারত উপমহাদেশের প্রাচীনতম মসজিদের পুনর্নির্মাণ

19:46 - November 10, 2019
সংবাদ: 2609606
আন্তর্জাতিক ডেস্ক: ভারত উপমহাদেশের প্রাচীনতম মসজিদের পুনর্নির্মাণ কাজ শেষ হয়েছে এবং আজ মসজিদটি পুনরায় মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভারতের জনগণ বিশ্বাস করে যে, কেরালা প্রদেশের “চেরামান জুমা” মসজিদটি সেদেশের প্রাচীনতম মসজিদ। অনেক অমুসলিমরাও ইবাদত করার জন্য এই মসজিদে উপস্থিত হয়।
মসজিদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান “মুহাম্মাদ সাইয়্যেদ” বলেছেন: এই মসজিদকে কেন্দ্র করে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে। “চেরা” রাজবংশের শেষ রাজা “চেরামান পেরোমাল” তার সিংহাসন ত্যাগ করেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হন। তিনি মালিক ইবনে দিনারসহ ভারতে বসবাসরত আরব ব্যবসায়ীদের কেরালায় মসজিদ নির্মাণের অনুমতি দেন।
কানুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ডিপাটম্যন্টের প্রধান এ. ইসমাইল এই মসজিদটিকে ভারতের প্রাচীনতম মসজিদ হিসেবে বিবেচনা করেছেন। তাঁর মতে মসজিদটি খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর প্রথমার্ধে নির্মিত হয়েছে।
কেরালার গভর্নর ও অর্থমন্ত্রীর উপস্থিতিতে মসজিদটি আজ আবারও মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে।  iqna

 

captcha