IQNA

নির্ধারিত সময়ের পূর্বে আজান সম্প্রচারের জন্য ক্ষমা চাইলো মিশরের কুরআন রেডিও

0:08 - August 02, 2020
সংবাদ: 2611251
তেহরান (ইকনা): মিশরের কুরআন রেডিও বৃহস্পতিবার মাগরিবের সময় হওয়ার পূর্বে আজান সম্প্রচারের জন্য ক্ষমা চেয়েছে।

মিশরের কুরআনিক রেডও এক বিবৃতিতে ঘোষণা করেছে: প্রিয় শ্রোতারা আপনারা কায়রো থেকে কুরআন রেডিওর শব্দ শুনতে পাচ্ছেন, আমরা ৩০শে জুলাই বৃহস্পতিবার মাগরিবের আজান নির্ধারিত সময়ের পূর্বে আজান সম্প্রচারের জন্য ক্ষমা চাইছি। বৃহস্পতিবার মাগরিবের আজানের নির্ধারিত সময়ের ৪ মিনিট পূর্বে এই আজান সম্প্রচার করা হয়েছে এবং এটি একটি অনিচ্ছাকৃত ভুল ছিল। আপনার সাথে আমাদের বিশ্বাসযোগ্যতা এই অনুমতি দেয় যে, আপনার আমাদের এই ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে, হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন: বান্দারা ভুলবশত যে ত্রুটি করে মহান আল্লাহ তা ক্ষমা করবেন। সুতরাং আপনারও এর নিন্দা করবেন না। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, এই বিষয়ে তদন্ত করা হবে এবং অপরাধীকে জবাবদিহি করতে হবে যাতে এমন কাজের পুনরাবৃত্তি না ঘটে।

বৃহস্পতিবার মাগরিবের আজান তাড়াতাড়ি সম্প্রচারের কারণে অনেক রোজদার ব্যক্তিরা ইফতারের সময়ের পূর্বেই ইফতার করেন। এ কারণে নির্ধারিত সময়ের পূর্বে ইফতারের বিষয়ে মিশরীয় দারুল ইফতারের ফতোয়ার কথা উল্লেখ করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে: মিশরের মুফতি গুরুত্বারোপ করে বলেছেন যে, যদি কোনও ব্যক্তি রোজা রাখে এবং মনে করে যে সূর্যাস্ত ও ইফতারের সময় হয়েছে। তখন সে যদি ইফতার করে এবং পরবর্তীতে স্পষ্ট হয়ে যায় যে (যখন সে ইফতার করেছে তখন) ইফতারের সময় হয় নি, সেক্ষেত্রে তার রোজা সঠিক। iqna

 

captcha