IQNA

সিরিয়ায় দায়েশের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উদ্ধার

2:32 - August 06, 2020
সংবাদ: 2611273
তেহরান (ইকনা): তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে নিধনের জন্য সিরিয়ায় এখনও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান চলাকালীন সময় সিরিয়ার দেইর আজ জোর থেকে , এই সন্ত্রাসী গোষ্ঠীর বিপুল পরিমাণে অস্ত্র ও যোগাযোগের সরঞ্জাম জব্দ করেছে সেদেশের সেনাবাহিনী।

সিরিয়ার সেনা কমান্ডারের বরাত দিয়ে সানা বার্তা সংস্থা জানিয়েছে: সিরিয়ার দেইর আজ জোর প্রদেশের আল-মায়াদিন শহরের একটি বাড়ি থেকে দায়েশের অন্তর্গত বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ, সামরিক ও যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।
কমান্ডার বলেন: দায়েশ তথা আইএসের সন্ত্রাসীরা এই বাড়িটিকে তাদের বাসা হিসাবে বেছে নিয়েছিল এবং এতে লুকিয়ে ছিল। উদ্ধারকৃত সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, মাল্টি-লঞ্চার, আর্টিলারি শেল, হ্যান্ড গ্রেনেড, গোলাবারুদ, বিভিন্ন ক্যালিবারের মেশিনগান, বিভিন্ন আকারের মর্টার, আরপিজি এবং যোগাযোগের সরঞ্জামাদি।
সিরিয়ার সেনাবাহিনী, সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায়, বিগত কয়েক মাসে দেইর আজ-জোরের বেশ কয়েকটি গ্রাম দায়েশের হাত থেকে মুক্ত করেছে এবং এসময় তারা এই সন্ত্রাসী গোষ্ঠীর অন্তর্গত প্রচুর অস্ত্র ও গোলাবারুদের ডিপো আবিষ্কার করেছে।  iqna

 

captcha