IQNA

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ;

প্রতিরোধের অস্ত্র লেবাননের নিরাপত্তা ও কল্যাণের সেবায় রয়েছে

18:38 - May 10, 2022
সংবাদ: 3471835
তেহরান (ইকনা): হিজবুল্লাহর মহাসচিব বলেছেন: প্রতিরোধের অস্ত্র সর্বদা লেবাননের জনগণের নিরাপত্তা ও কল্যাণের সেবায় রয়েছে এবং থাকবে।
হিজবুল্লাহর নেতা, টায়ার শহরে দলের নির্বাচনী সমাবেশে, লেবাননের নিরাপত্তা ও কল্যাণের সেবায় প্রতিরোধের অস্ত্র হিসেবে জনগণকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
 
 
লেবাননের কোনো কোনো রাজনৈতিক দল দেশটির পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের আগে হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন এই প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। 
 
তিনি বলেছেন, হিজবুল্লাহর অস্ত্রসস্ত্র নিয়ে লেবাননের জনগণের কোনো মাথাব্যথা নেই; তারা বরং দেশের অর্থনৈতিক সংকটের সমাধান চায় যা এসব রাজনৈতিক দল সম্পূর্ণ উপেক্ষা করছে।
 
সাইয়্যেদ নাসরুল্লাহ সোমবার রাতে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেন, যারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার কথা বলছে তারা ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় এই সংগঠনের অবদান অস্বীকার করার চেষ্টা করছে। 
 
তিনি বলেন, যারা এই দাবি তুলেছে তারা লেবাননকে আমেরিকার কাছে বিক্রি করে দিতে এবং ইহুদিবাদী ইসরাইলের মোকাবিলায় লেবাননকে নাজুক করে ফেলতে চায়।
 
সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, যারা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চায় তারা ইসরাইলের জবরদখল থেকে দক্ষিণ লেবানন স্বাধীন করা এবং ইসরাইলি কারাগার থেকে লেবাননি বন্দিদের মুক্ত করার বিষয়টি উপেক্ষা করতে চায়।
 
তিনি বলেন, শুধুমাত্র হিজবুল্লাহর সামরিক শক্তির কারণে আজ ইসরাইল লেবাননে বোমাবর্ষণের সাহস পায় না অথচ একটি সময়ে এ ধরনের বোমাবর্ষণ ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার।
 
হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইহুদিবাদী ইসরাইলের মোকাবিলায় লেবাননকে কীভাবে রক্ষা করা যাবে তার কোনো বিকল্প এসব রাজনৈতিক দলের নেই। 
 
তিনি লেবাননের সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে বলেন, দেশরক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ইসরাইলি শত্রুকে মোকাবিলা করা সেনাবাহিনীর একার পক্ষে পক্ষে সম্ভব নয়।  iqna
captcha