IQNA

জেনিন শরণার্থী শিবিরে আবারো ইসরাইলের হামলা/ হামাসের তীব্র নিন্দা

22:27 - May 21, 2022
সংবাদ: 3471878
তেহরান (ইকনা): ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জেনিনে ইহুদিবাদী ইসরাইলের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতিতে উক্ত শহরে দখলদার বাহিনীর হাতে গুলিবিদ্ধ ফিলিস্তিনি কিশোর আমজাদ ফায়েদের শাহাদাতে শোক প্রকাশ করেছে।

শনিবার হামাস আন্দোলন এক বিবৃতিতে বলেছে: দখলদার ইহুদিবাদী সৈন্যরা  জেনিনে আমজাদ ফায়েদেকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছে এবং শাহাদাতের আগ মুহূর্ত পর্যন্ত তার রক্তপাত এবং তারপর জেনিনের বাসিন্দা এবং তাদের যানবাহনে সরাসরি গুলি চালানো একটি জঘন্য অপরাধ। এটি এমন এক ধরণের সন্ত্রাসী কাজ যা ইহুদিবাদীদের বর্বরতায় স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। 
 
হামাস জোর দিয়ে বলেছে: "শহীদ ফায়েদ এবং ফিলিস্তিনের অন্যান্য বীর শহীদদের রক্ত ​​আরেকটি ইন্তিফাদাকে প্রজ্বলিত করবে এবং ফিলিস্তিনি জনগণকে শত্রুর পতন ও ধ্বংস না হওয়া পর্যন্ত সম্ভাব্য সব উপায়ে প্রতিরোধ ও মোকাবিলা চালিয়ে যেতে আরো দৃঢ়প্রতিজ্ঞা করবে।"
 
উল্লেখ্য যে, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে আবারো ইহুদিবাদী ইসরাইলি বাহিনী হামলা চালিয়ে আমজাদ ফায়েদে নামক এক ফিলিস্তিনি কিশোর নিহত এবং আরেক জন আহত করেছে।
 
জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের হামলা এবং স্বেচ্ছাচারী হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন পুরো পশ্চিম তীরে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন জেনিন শরণার্থী শিবিরে নতুন করে হামলা চালালো ইহুদিবাদী বাহিনী। iqna
captcha