IQNA

ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা:

রাসুল (সা.)কে অবমাননা করা ভারতে নিয়মতান্ত্রিক ইসলাম বিরোধিতার প্রমাণ

18:30 - June 06, 2022
সংবাদ: 3471953
তেহরান (ইকনা): অর্গানাইজেশন অব ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন ভারতের ক্ষমতাসীন দল বিজেপিদলীয় জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।
মহানবী হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এক বিবৃতিতে অর্গানাইজেশন অব ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন উল্লেখ করেছে: "মহানবী (সা.)-এর প্রতি ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের অবমাননাকর বক্তব্য বিশ্বজুড়ে মুসলিম ও মুক্ত মানুষকে প্রভাবিত ও ক্ষুব্ধ করেছে।"
 
অর্গানাইজেশন অব ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশনের বিবৃতিটি নীচে তুলে ধরা হল:
বিসমিহি তা'য়ালা
 
মহানবী (সা.)-এর প্রতি ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের অবমাননাকর বক্তব্য বিশ্বজুড়ে মুসলিম ও মুক্ত মানুষকে প্রভাবিত ও ক্ষুব্ধ করেছে।
 
যদিও ভারত সরকার সর্বদা তার ঘোষণা নীতিতে মুসলিম এবং অন্যান্য আসমানি ধর্মের প্রতি শ্রদ্ধার দাবি করে আসছে। তবে বাস্তবে আমরা এই দেশে নিয়মতান্ত্রিক এবং প্রকাশ্য ইসলাম বিরোধিতার ধারাবাহিকতা প্রত্যক্ষ করছি।
 
সম্প্রতি ভারত সরকারের কর্মকর্তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে যেভাবে অবমাননাকর উক্তি ব্যক্ত করছে তা অতি বিপজ্জনক এবং এ বিষয়ে বিশ্ববাসীর মোটেও চুপ থাকা উচিত নয়। 
 
অর্গানাইজেশন অফ ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন তার গঠনমূলক সাংস্কৃতিক কূটনীতির আকারে ভারতীয় সমাজের কাঠামোতে ইসলামবিরোধী প্রচারের লক্ষ্যবস্তু প্রচার এবং সিনিয়রদের ভূমিকা সম্পর্কে ভারতীয় কর্মকর্তাদের এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের বারবার  অনানুষ্ঠানিক এক বার্তা পাঠিয়েছে। ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের এধরণের অবমাননাকর পদক্ষেপ এবং সেগুলো অব্যাহত রাখার বিষয়ে সতর্ক করেছেন।
 
ভারত সরকারের এই ইসলাম-বিরোধী পন্থা প্রকাশের সাথে সাথে সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা জোর দিয়ে বলছে যে, ভারত সরকারের আনুষ্ঠানিক ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং অবমাননাকর পদক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই বিষয়ে তাদের সুস্পষ্ট এবং গুরুতর দাবিগুলি বন্ধ করবে না।
 
বিবৃতিতে ইসলামিক বিশ্বের সমস্ত আলেম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চিন্তাবিদদের প্রতি আহ্বান জানিয়েছে যে, ভারতে মুসলমানদের বিরুদ্ধে নিপীড়ন এবং সরকার ও ক্ষমতাসীন দলের এই ধরণের পদক্ষেপের ধারাবাহিকতা রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। iqna
captcha