IQNA

আয়াতুল্লাহ মুসাভী আর্দাবেলী’র স্মরণে শোক মজলিস

1:47 - November 25, 2016
সংবাদ: 2602025
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী দপ্তরের উদ্যোগে সদ্য প্রয়াত দেশটির শীর্ষ আলেম হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুসাভী আর্দাবেলী’র স্মরণে শোক মজলিস অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ আলেম এবং ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনীর অন্যতম ঘনিষ্ঠ সহচর হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুসাভী আর্দাবেলী বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশটির রাজধানী তেহরানের একটি অভিজাত হাসপাতালে চিকিৎসাধীন কিছু দিন ধরে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, গতকাল বুধবার ২৩শে নভেম্বর সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯ বছর।

এ উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী দপ্তরের পক্ষ থেকে এক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, আজ (শুক্রবার, ২৫শে নভেম্বর) মাগরিব ও এশার নামাযের পর ধর্মীয় নগরী কোমের হযরত ফাতেমা মাসুমার (আ.) পবিত্র মাজার সংলগ্ন মসজিদে আজামে দেশটির শীর্ষ আলেম হযরত আয়াতুল্লাহ সাইয়েদ মুসাভী আর্দাবেলীর স্মরণে শোক মজলিস অনুষ্ঠিত হবে। উক্ত মজলিসে ইরানের খ্যাতনামা আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য আয়াতুল্লাহ মুসাভি আরদেবিলি ১৯২৬ সালে আরদেবিল প্রদেশে জন্মগ্রহণ করেন। এছাড়া তিনি ইসলামী বিপ্লব পরিষদ, বিশেষজ্ঞ পরিষদ এবং অ্যাটর্নি জেনারেলের দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৮১ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধানের দায়িত্বও পালন করেন তিনি।

iqna


captcha