IQNA

নববর্ষ উদযাপনের বিরুদ্ধে আইএসআইএলের বৈশ্বিক হুমকি

0:33 - December 31, 2016
সংবাদ: 2602265
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএল হুমকি দিয়ে বলেছে, ইংরেজি নববর্ষে যদি কেউ উৎসব পালন করে, তাহলে বিশ্বকে তরা রক্তাক্ত জানুয়ারি ফিল্মে পরিণত করবে।
নববর্ষ উদযাপনের বিরুদ্ধে আইএসআইএলের বৈশ্বিক হুমকি

বার্তা সংস্থা ইকনা: ইংরেজি সংবাদপত্র "সান" শুক্রবার (৩০শে ডিসেম্বর) এক বিবৃতিকে প্রকাশ করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হুমকি দিয়ে বলেছে, ইংরেজি নববর্ষে যদি কেউ উৎসব পালন করে, তাহলে বিশ্বকে তরা রক্তাক্ত জানুয়ারি ফিল্মে পরিণত করবে।

এই সংবাদপত্রটি আরও লিখেছে, অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ সিডনি থেকে ৪০ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে, এই ব্যক্তি দায়েশের এক সদস্য এবং নববর্ষে হামলার পরিকল্পনার সাথে ঐ ব্যক্তিও জড়িত রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি জানিয়েছে, নববর্ষের দিনে সারা বিশ্বকে রক্তাক্ত জানুয়ারি ফিল্মে পরিণত করবে তারা।

অস্ট্রেলিয়ান এক নাগরিকের তথ্যের ফলে ৪০ বছরের ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মস্কোয় সন্ত্রাসী দলের কয়েক জন সদস্যকে গ্রেফতার করার পরে অস্ট্রেলিয়ায় ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মস্কোর সন্ত্রাসী দল নববর্ষের উৎসবকে রক্তাক্তে পরিণত করতে চেয়েছিল বলে জানিয়েছে। এই দল সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নির্দেশে পরিচালিত হত।

iqna


captcha