IQNA

আবির্ভাবের সময় নির্ধারণকারীদের ব্যাপারে ইমাম মাহদীর দৃষ্টিভঙ্গি

23:13 - February 26, 2017
সংবাদ: 2602613
ইমাম মাহদীর আবির্ভাব কবে এবং কখন হবে সেটা হচ্ছে প্রতিটি প্রতীক্ষিত ব্যক্তির প্রথম জানার বিষয়। যেমনটি কিয়ামত কখন হবে তা সবাই জানতে ব্যস্ত। তবে আসল ব্যাপার হচ্ছে ইমাম মাহদীর আবির্ভাব কখন হবে তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না।
আবির্ভাবের সময় নির্ধারণকারীদের ব্যাপারে ইমাম মাহদীর দৃষ্টিভঙ্গি
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আর এ জন্যই ইমাম মাহদী(আ.) নিজেই যারা তার আবির্ভাবের সময় নির্ধারণ করেন তাদের সম্পর্কে জবাব দিয়েছেন।

ইমাম মাহদী(আ.) বলেছেন: قالَ الإمام المهدی، صاحب العصر و الزّمان (علیه السلام و عجّل الله تعالی فرجه الشّریف): «أمّا ظُهُورُ الْفَرَجِ فَإنَّهُ إلَی اللهِ، وَ کَذَبَ الْوَقّاتُونَ.» আমার আবির্ভাবের সময় আল্লাহর ইচ্ছা ও ইরাদার উপর নির্ভর করে, সুতরাং যারা আমার আবির্ভাবের সময় নির্ধারণ করবে তারা মিথ্যাবাদী। (বিহারুল আনওয়ার ৫৩তম খণ্ড, পৃ: ১৮১)

ইমাম মাহদীর অন্তর্ধানের বিষয়টি হচ্ছে আল্লাহর একটি গোপন রহস্য, আর এ জন্য হাদিসের বর্ণনা অনুযায়ী «كذب الوقّاتون» যারা ইমাম মাহদীর আবির্ভাবের সময় নির্ধারণ করবে তারা মিথ্যাবাদী।

ইমামদের কথা থেকে বোঝা যায় যে, আবির্ভাবের সময় আমাদের কাছে গোপন রয়েছে।

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: আমরা পূর্বেও আবির্ভাবের সময়কে নির্ধারণ করি নি এবং ভবিষ্যতেও নির্ধারণ করব না।

সুতরাং যারা আবির্ভাবের সময় নির্ধারণ করে তারা প্রতারক ও মিথ্যাবাদী এবং হাদীসের ভাষ্য থেকে আমরা এটাই বুঝতে পারি।

ইমাম বাকের (আ.)-এর একজন সাহাবা আবির্ভাবের সময় সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন: যারা সময় নির্ধারণ করে তারা মিথ্যাবাদী , যারা সময় নির্ধারণ করে তারা মিথ্যাবাদী, যারা সময় নির্ধারণ করে তারা মিথ্যাবাদী।
শাবিস্তান
captcha