IQNA

হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানে শোক মজলিস

18:18 - February 27, 2017
সংবাদ: 2602619
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানে আজ রাত হতে শোক মজলিস অনুষ্ঠিত হবে।


বার্তা সংস্থা ইকনা: উক্ত শোকানুষ্ঠান টানা ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। সেদেশের কোয়েটা, করাচী, লাহোর, পেশোয়ার ও ইসলামাবাদ সহ অন্যান্য শহরের মসজিদ এবং হুসাইনিয়াতে এই শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
কোয়েটার বিভিন্ন হোসাইনিয়া এবং মসজিদে ২৭শে ফেব্রুয়ারি থেকে ৩য় মার্চ পর্যন্ত উক্ত শোক মজলিশ অনুষ্ঠিত হবে। প্রতিদিন মাগরিব ও এশার নামাজের পর শুরু হবে এবং একাধারে ২১টা পর্যন্ত অব্যাহত থাকবে।
কোয়েটার 'আলামদার' রোডের 'বায়তুল আহজান', 'নাসের আবাদ', 'সাইয়্যেদ আবাদ', 'মুমিনাবাদ' ও ৱবাব আল-রেজা' হুসাইনিয়া এবং খাতিমুল আম্বিয়া মসজিদে শোক মজলিস অনুষ্ঠিত হবে। এই শোকানুষ্ঠানে আহলে বায়েতের (আ.) শানে এবং হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর শাহাদাত উপলক্ষে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ হাশেমী মুসাভী, কোয়েটার পেশ ইমাম কাজেম বেহেশতী এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন গোলাম হুসাইন ওয়াজদানী বক্তৃতা পেশ করবেন।
এছাড়াও হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারীদের জন্য ফাতেমা যাহরা (সা. আ.) মাদ্রাসা, যায়নাবিয়া মাদ্রাসা এবং খাতেমুল আম্বিয়া মাদ্রাসায় স্থানীয় সময় ১৬টা অনুষ্ঠিত হবে।
হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত শোক মজলিসে অংশগ্রহণ করার জন্য আহলে বায়েত (আ.)এর ভক্তগণ সহ সকল সাধারণ জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে।
iqna



captcha