IQNA

অস্ট্রিয়ায় উল্লেখযোগ্য হারে ইসলামোফোবিয়ার বৃদ্ধি

1:51 - April 27, 2018
সংবাদ: 2605619
আন্তর্জাতিক ডেস্ক: এক পরিসংখ্যানে দেখা যায় যে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে মুসলমানদের ওপরে হামলার সংখ্যা ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।



বার্তা সংস্থা ইকনা: মুসলিমদের জন্য অস্ট্রিয়া ডকুমেন্টেশন এবং কাউন্সেলিং সেন্টার ঘোষণা করেছে, অস্ট্রিয়ায় ২০১৭ সালে ইসলাম বিদ্বেষীমূলক কার্যক্রম নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
এই কেন্দ্রটি উল্লেখ করেছে, সাম্প্রতিক বছরগুলোয় অস্ট্রিয়াতে ইসলামফোবিয়ার প্রবণতার কারণ পর্যবেক্ষণ করা হবে।
এই প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে মুসলমানদের ওপরে ৩০৯ বার হামলা করা হয়েছে। যা ২০১৬ সালের তুলনায় ২১ শতাংশ বেশী।
মুসলিমদের জন্য অস্ট্রিয়া ডকুমেন্টেশন এবং কাউন্সেলিং সেন্টার কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপে ইসলামোবিদ্বেষীদের প্রধান শিকার হচ্ছে মূলত মুসলমান নারীরা। মোট হামলার ৯৮ শতাংশই নারীদের ওপর চালানো হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে, ইসলামোফোবিয়ার সমস্যাটি ইউরোপীয় সমাজের এক বড় সমস্যায় পরিণত হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষীদের হামলার সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে।
iqna

 

captcha