IQNA

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে বহু সংখ্যক হতাহত

22:17 - September 29, 2018
সংবাদ: 2606842
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ সুনামিতে প্রায় চারশ ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর আকস্মিকভাবে সৃষ্টি হয় জলোচ্ছ্বাস বা সুনামি। এতে শহরের ওপর দিয়ে বয়ে যায় দুই মিটার বা সাড়ে ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস।

 
বার্তা সংস্থা ইকনা: গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সুনামি আঘাত হানলে আতঙ্কে মানুষ দিশাহারা হয়ে পড়েন। তারা পালানোর চেষ্টা করেন; এ সময় চারদিকে আর্তনাদ শোনা যায়। ভূমিকম্পের পর আজ শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। শহরটিতে হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে।
শুক্রবারের ঘটনা সম্পর্কে দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা বলেছে, তিন লাখ মানুষের শহর পালুতে প্রাথমিকভাবে কমপক্ষে ৪৮ জন মারা গেছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে অনেক গণমাধ্যম নিহতের সংখ্যা ৩৮৪ বলে জনিয়েছে। সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
একজন মন্ত্রী বলেছেন, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। শহরে চলাচলের পথগুলো ধ্বংস হয়ে গেছে। মার্কিন ভূ-তত্ত্ব জরিপ বিভাগ বলছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎস সুলাওয়েসি থেকে সামান্য দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
iqna

captcha