IQNA

ইমাম সাজ্জাদ (আ.)এর শাহাদাত বার্ষিক উপলক্ষে কোয়েটায় শোকানুষ্ঠান

23:20 - October 03, 2018
সংবাদ: 2606883
আন্তর্জাতিক ডেস্ক: আহলে বায়েত (আ.)এর চতুর্থ নক্ষত্র ইমাম সাজ্জাদ (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের কোয়েটার বিভিন্ন হুসাইনিয়া ও মসজিদে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে



বার্তা সংস্থা ইকনা: ২৫শে মুহাররম তথা ৫ম অক্টোবরে ইমাম সাজ্জাদ (আ.)এর শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে পাকিস্তানের কোয়েটার বিভিন্ন হুসাইনিয়া ও মসজিদে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এসকল অনুষ্ঠান স্থানীয় সময় ২১টা থেকে কোয়েটার বিভিন্ন মসজিদ ও হুসাইনিয়াতে শুরু হবে।
ওলীয়ে আসর মসজিদ, খাতামুল আম্বিয়া মসজিদ এবং নাসিরুল আযা হুসাইনিয়াতে বক্তৃতা, মর্সিয়া, নওহা ও মাতমের মাধ্যমে এসকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত শোকানুষ্ঠান ৬ষ্ঠ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।
হযরত ইমাম যায়নুল আবেদীন (আ.) শিয়া মাযহাবের চতুর্থ ইমাম। তাঁর কুনিয়া "আবা মুহাম্মাদ" ও "আবুল হাসান" এবং তাঁর লাগাব যায়নুল আবেদীন ও সাজ্জাদ। তিনি ৩৮ হিজরির শাবান মাসের ৫ তারিখে মদিনায় জন্মগ্রহণ করেন এবং ৯৫ হিজরির ২৫শে মুহাররমে তিনি শাহাদাত বরণ করেন। তৎকালীন অত্যাচারী উম্মাইয়া শাসক ওলীদ বিন আব্দুল মালেকের নির্দেশে তাঁকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়। শাহাদাতের পর তাঁকে মদিনার জান্নাতুল বাক্বীতে দাফন করা হয়।
iqna

 

captcha