IQNA

রাশিয়ায় শিয়া ও সুন্নির সম্বলিত নামাজ + ছবি

23:50 - October 10, 2018
সংবাদ: 2606956
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় শিয়া ও সুন্নি শিক্ষার্থীরা একত্রে জামাত সহকারে নামাজ আদায় করেছেন।

খাশোগির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম ও ছবি প্রকাশ করল তুরস্কবার্তা সংস্থা ইকনা: রাশিয়ায় ইমাম খোমেনী (রহ.) কমপ্লেক্সের শিয়া ও সুন্নি শিক্ষার্থীরা গতকাল একত্রে জামাত সহকারে নামাজ আদায় করেছেন। ইমাম খোমেনী কমপ্লেক্সে ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান এবং আজারবাইজানের শিক্ষার্থীরা এই নামাজে অংশগ্রহণ করেছেন। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকগণও এই জামাতের নামাজে অংশগ্রহণ করেছেন।
এই সম্বলিত নামাজে ইরানের বিশিষ্ট ধর্মীয় শিল্পী সাদেক অহাঙ্গার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের জন্য ইরাক-ইরানের দীর্ঘ আট বছরের যুদ্ধের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন। এছাড়াও তিনি ইরাক-ইরানের যুদ্ধ সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সাদেক অহাঙ্গার দেফায়ে মুকাদ্দেসের স্মরণে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। সম্বলিত নামাজ শেষে তিনি ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যন্তে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তবররুক প্রদান করা হয়।
iqna

 

captcha