IQNA

দশম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা খার্তুম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে

0:23 - December 05, 2018
সংবাদ: 2607457
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের ৬০ জন প্রতিযোগীর অংশগ্রহণের মাধ্যমে দশম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা খার্তুম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা খার্তুম অ্যাওয়ার্ডের পরিচালক আলী আল-জেইন মাবরুক বলেন: দশম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা খার্তুম অ্যাওয়ার্ডের জন্য সকল প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে।
তিনি এ ব্যাপারে বলেন: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান আল-রিয়াদ খার্তুমে রবিবার (৮ম ডিসেম্বর) থেকে শুরু হবে এবং একাধারে শুক্রবার (১৪ই ডিসেম্বর) পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি বলেন: এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৬০ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশগ্রহণ করবেন। দশম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা খার্তুম অ্যাওয়ার্ডের সমাপনি অনুষ্ঠান শনিবার (১৫ই ডিসেম্বর) সুদানের প্রেসিডেন্টের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
তিনি এই প্রতিযোগিতার বিচারকমণ্ডলীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন: প্রতিযোগিতার বিচারক কমিটির প্রধান হিসেবে সেনেগালের বিশিষ্ট ক্বারি শেইখ মুহাম্মদ আল হাসান বুসু দায়িত্ব পালন করবেন।
গতবছর নবম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা খার্তুম অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটি ৭ম জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারি পর্যন্ত "কুরআনিকদের জন্য সুদানের উষ্ণ অভ্যর্থনা" শিরোনামে অনুষ্ঠিত হয়েছে।
iqna

 

captcha